১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


রাণীনগরে সাড়ে ৫ হাজার কেজি চাল উদ্ধার

রাণীনগরে সাড়ে পাঁচ হাজার কেজি চাল উদ্ধার - ছবি: নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে ভিজিডি ও ১০ টাকা কেজি দরের সাড়ে ৫ হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাতোয়াল শলগাড়ীয়া পাড়া গ্রামের মৃত আইন আলীর ছেলে ব্যবসায়ী আয়েত আলীর বাড়ী থেকে এসব চাল উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার কালীগ্রাম ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ চলছিল। সেখানে ট্যাগ অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন রাণীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাম মাহমুদা। তিনি গোপন সংবাদে জানতে পারেন ব্যবসায়ী আয়েত আলীর বাড়ীতে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি চাল ক্রয় করে ভিজিডির চাল মজুত করেছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে চালের সন্ধান করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন থানা পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান। ব্যবসায়ী আয়েত আলীর বাড়ী তল্লাশী করে সাড়ে ৫ হাজার কেজি চাল উদ্ধার করা হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, অনিয়ম করে ব্যবসায়ী আয়েত আলী ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি চাল ক্রয় করে মজুদ করেছেন। আমরা অভিযান চালিয়ে সাড়ে ৫ হাজার কেজি চাল এবং ১৩৮টি খালি বস্তা উদ্ধার করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ব্যবসায়ী আয়েত আলী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।


আরো সংবাদ



premium cement

সকল