২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

নিজেদের চিকিৎসার সব অর্থ বিলিয়ে দিলেন দম্পতি

নিজেদের চিকিৎসার সব অর্থ বিলিয়ে দিলেন দম্পতি - নয়া দিগন্ত

শিরিন-জিয়া দম্পতির মহানুভবতায় মানবতার জয় হয়েছে। নিজেদের চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে জমানো সব টাকা বিলিয়ে দিলেন করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে। এসব অসহায় মানুষের খাবারের জন্য আকুতির কথা মাথায় রেখেই তাদের এই ত্যাগ।

ঘটনাটি নাটোরের বাগাতিপাড়া উপজেলার। ওই দম্পতি হলেন জিয়াউর রহমান এবং শিরিন আক্তার। পেশায় জিয়াউর রহমান ঠিকাদারীর সহযোগী এবং শিরিন আক্তার আনসার-ভিডিপি'র পৌর ওয়ার্ড লিডার। তাদের বসবাস বাগাতিপাড়া পৌরসভার রেলগেট এলাকায়। নিজেদের জমিজমা না থাকায় থাকেন রেলের জমিতে।

জানা গেছে, গত তিন দিন ধরে পৌর এলাকার বিভিন্ন বাড়িতে ছুটে চলেছেন এই দম্পতি। আর বিলিয়ে দিচ্ছেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। বুধবার খাদ্যসামগ্রী বিতরণের সময় কথা হয় তাদের সঙ্গে।

তারা জানান, শিরিন আক্তার দীর্ঘ আট বছর থেকে হার্ট, কিডনী এবং মেরুদন্ডের অসুখে ভুগছেন। খুব কষ্টে আয় রোজগার করে তা থেকে জমিয়ে ভারতে তার চিকিৎসা নেন। এবারও তিনি টাকা জমিয়েছিলেন ভারতে গিয়ে চিকিৎসার নেওয়ার জন্য। এরই মধ্যে মরণব্যাধী করোনা দেশের মানুষকে আক্রান্ত করেছে। ফলে সামাজিক দুরত্ব বজায় রাখতে সরকার ঘরে থাকার নির্দেশ দিয়েছে। তাছাড়া সীমানা বন্ধ হওয়ায় তারা ভারতে যেতে পারেননি। এদিকে করোনা মোকাবেলার যুদ্ধে ঘরে থাকতে গিয়ে নি¤œ আয়ের শ্রমজীবীরা কর্মহীন হয়ে পড়েছে। এসব অসহায় মানুষদের চাপা কান্না তাদেরকে আলোড়িত করেছে। তাই নিজেদের চিকিৎসার জন্য জমানো সব টাকা দিয়ে সমাজের এসব মানুষদের পাশে দাঁড়িয়েছেন জিয়া-শিরিন দম্পতি। গত তিন দিন থেকে বাজার থেকে ৫ কেজি করে চাল ছাড়াও আলু, শাক-সবজি, তেল, সাবান ক্রয় করে বাড়ি বাড়ি গিয়ে অসহায় এসব পরিবারের হাতে তুলে দিচ্ছেন।

তারা বলেন, তাদের নিজেদের জমিজমা নাই। তাই রেলের জমিতে ঘর নির্মাণ করে জীবন যাপন করেন। ব্যক্তিগত জীবনে তাদের দুটি সন্তান।একটি হাফেজিয়া মাদরাসায় , আর বড় ছেলে রাজশাহী পলিটেকনিক্যালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছে।

এ বিষয়ে জানতে চাইলে শিরিন আক্তার বলেন, মানুষের জন্যই মানুষ। মানবতা সবার আগে, এরপর অন্য কিছু। নিজেরা পেটপুরে খেয়ে শান্তিতে থাকবো আর ওসব অসহায়রা না খেয়ে কষ্ট করবে, তা হয় না। এমন অনুভব থেকেই নিজেদের যা আছে তাই দিয়ে মানুষদের সহযোগিতা করছি। চিকিৎসার সব অর্থ বিলিয়ে দেয়ার বিষয়ে তিনি বলেন, আগে মানুষ বাঁচুক, পরে চিকিৎসা হবে।


আরো সংবাদ



premium cement
মিয়ানমারের জাতীয় গ্রন্থাগারে বাংলাদেশ দূতাবাসের বই অনুদান ক্ষমতায় যেতে বিএনপি বিদেশী প্রভুদের দাসত্ব করছে : কাদের ক্যান্সারে আক্রান্ত শিশু সুলতান মাহমুদকে বাঁচাতে সাহায্যের আবেদন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ১৫ মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

সকল