১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


নাটোরে জামায়াতের সাবেক আমীর ও শিবির সভাপতিসহ আটক ৫০

নাটোর জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক বেলাল-উজ-জামান - ছবি : নয়া দিগন্ত

নাটোর জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক বেলাল-উজ-জামান, জেলা ছাত্রশিবিরের সভাপতি হামিদুল ইসলামসহ ৫০ নেতা-কর্মীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে সিংড়া থানার পার্শ্ববর্তী চকগোপাল মহল্লার একটি বাড়িতে দলীয় ব্যানার টানিয়ে কর্মী সমাবেশ করার সময় তাদেরকে আটক করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানকে ঘিরে নাশকতার উদ্দেরশে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সিংড়া থানা পুলিশ। অভিযানে নাটোর জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক বেলাল-উজ-জামান ও জেলা ছাত্রশিবির সভাপতি মো: হামিদুর রহমানসহ জামায়াত-শিবিরের ৫০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

পুলিশের অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে ওসি জানান, পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আটক জামায়াত নেতা বেলাল-উজ-জামান সিংড়া উপজেলার শেরকোল রাণীনগর গ্রামের বাসিন্দা এবং উপজেলার বিলহালতি ত্রিমোহী অনার্স কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক।

এদিকে জেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে মুক্তি দাবি করা হয়েছে। জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আল-আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রশিবিরের কর্মীদের শান্তিপূর্ণ সমাবেশে কোনো কারণ ছাড়াই নেতা-কর্মীদের অন্যায়ভাবে আটক করা হয়েছে।

আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর মো: নূরুল ইসলাম ও সেক্রেটারি অধ্যাপক মো: সাদেকুর রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় এ এরিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত জামাত-শিবিরের নেতা-কর্মীদের সিংড়া থানা হাজতখানায় রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement
কিরগিজস্তানে থাকা আতঙ্কিত বাংলাদেশী শিক্ষার্থীরা দেশে ফিরতে চায় আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন করে দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে : মোবারক হোসাইন ওএমএস বিতরণে গাফলতি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : খাদ্যমন্ত্রী শিবপুরে পুকুর থেকে মহিলার লাশ উদ্ধার বন্দীদের মুক্ত করতে আলোচনায় বসুন : নেতানিয়াহুকে বন্দীদের পরিবার প্রাণঘাতী ব্যাকটিরিয়ার তালিকা প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্সাতে থাকার ব্যাপারে এখানো আত্মবিশ্বাসী জাভি বান্দরবানে কেএনএফের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, নিহত ৩ দেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করুন : প্রধানমন্ত্রী তাহলে ব্যাংকে কি মাস্তান-মাফিয়ারা ঢুকবে : কাদেরকে রিজভী গাজা থেকে ইসরাইলের চতুর্থ লাশ উদ্ধার

সকল