২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


রাকসু নির্বাচনের পরিবেশ নেই : সংলাপে হল প্রাধ্যক্ষরা

রাকসু নির্বাচনের পরিবেশ নেই : সংলাপে হল প্রাধ্যক্ষরা - নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে আবাসিক হল প্রাধ্যক্ষদের সাথে মতবিনিয় করেছে রাকসু নির্বাচন সংক্রান্ত সংলাপ কমিটি। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপি প্রক্টর দপ্তরে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ১৫ জন প্রাধ্যক্ষ।

সংলাপে হল প্রাধ্যক্ষরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে কিছুটা নির্বাচনের পরিবেশ থাকলেও আবাসিক ছাত্র হলে নির্বাচনের পরিবেশ অনুকূলে নেই। তাছাড়া হলে রাজনৈতিক সহাবস্থান জরুরী। সহাবস্থান নিশ্চিত করে নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করতে হবে। রাকসু নির্বাচন যেহেতু শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত হবে সেহেতু শুধু আবাসিক শিক্ষার্থীদের পরামর্শ নিলে হবে না। অনাবাসিক শিক্ষার্থীদেরও একাডেমিক ভবনে পরামর্শ নেয়ার আহ্বান জানানো হয়েছে সংলাপ কমিটিকে।

প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ প্রফেসর সাবিনা সুলতানা বলেন, আমরা রাকসু নির্বাচন চাই তবে ডাকসুর মত কলঙ্কিত নির্বাচন চাই না। বর্তমানে হলে নির্বাচনের পরিবেশ অনুকূলে নেই। সংলাপ কমিটি শুধু রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে মতবিনিময় করেছে। সুতরাং সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিবেশ নিশ্চিত করেই রাকসু নির্বাচন হবে বলে জানান তিনি।

রাকসু সংলাপ কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, হল প্রাধ্যক্ষরা নির্বাচনের পরিবেশ তৈরিতে বেশ কিছু পরামর্শ দিয়েছে। সেগুলো আমলে নিয়ে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য কাজ করবে সংলাপ কমিটি বলে জানান তিনি। 


আরো সংবাদ



premium cement