০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


পাবনার চাঞ্চল্যকর পাপড়ী ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

-

পাবনার সাঁথিয়ার চাঞ্চল্যকর পাপড়ী বিশ্বাস ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে নগদ অর্থ জরিমানার আদেশ দিয়েছে আদালত।

আজ রোববার এই রায় দেন পাবনার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৩ মার্চ রাতে পাবনার সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া গ্রামের রামচন্দ্র বিশ্বাসের কন্যা পাপড়ী বিশ্বাস (২২) পাশের বাড়িতে কীর্ত্তণ শুনতে যাওয়ার সময় প্রতিমধ্যে অভিযুক্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনার পরদিন পাপড়ী বিশ্বাস বাদী হয়ে একই গ্রামের আবু প্রামানিকের ছেলে মো: ফরিদ (২৭) ও আলম ব্যাপারীর ছেলে মো: হাফিজুলকে (২৩) আসামি করে সাাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

সাাঁথিয়া থানার পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন তদন্ত শেষে ওই দু’জনকে অভিযুক্ত করে ২০১৬ সালের ২৫ জুলাই আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য শুনানী শেষে বিচারক মো: ফরিদ ও মো: হাফিজুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে নগদ অর্থ জরিমানার আদেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি অ্যাড. আন্দুস সামাদ খান রতন ও আসামি পক্ষে অ্যাড. আহাদ বাবু।


আরো সংবাদ



premium cement