১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
দৃষ্টিপাত

অ্যাডহক চিকিৎসকদের অধিকার

-

স্বাস্থ্য খাতে চিকিৎসক সঙ্কটকালীন সময়ে এমসিকিউ এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে জনস্বার্থে ২০১০ এবং ২০১১ সালে অ্যাডহক ভিত্তিতে চিকিৎসক নিয়োগ দেয় সরকার। তাদের অধিকাংশ ২০১০ সালের ১ জুলাই এই সরকারি চাকরিতে যোগদান করেন। পরে তাদের পুলিশ ভেরিফিকেশনও করা হয়। ২০২২ সালে তাদেরকে পিএসসির মাধ্যমে বিসিএস ক্যাডারভুক্ত করা হয়। জাতির প্রয়োজনে তাদেরকে নিয়োগ দিয়ে ২০২২ সালে ক্যাডারভুক্ত করার পর গত দুই বছরে দফায় দফায় পদোন্নতিবঞ্চিত করে তাদের প্রতি অবিচার করা হয়েছে।
ইতোমধ্যে সরকারি চাকরিতে তাদের ১৪ বছর পূর্ণ হয়েছে। তারা অনেকেই শুরু থেকেই বুনিয়াদি প্রশিক্ষণের জন্য আবেদন করেছেন; কিন্তু আবেদন গ্রহণ করা হয়নি। ফলে বিভাগীয় পরীক্ষা এবং সিনিয়র স্কেল পরীক্ষায় অংশগ্রহণের পথ এমনিতেই বন্ধ থেকেছে। তাই তারা চাইলেও এগুলোতে অংশগ্রহণ করতে পারেননি। তাদের অনেকে পরে বিসিএস পরীক্ষার মাধ্যমে অ্যাডহক থেকে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন। আবার অনেককেই বিসিএস মৌখিক পরীক্ষার সময় বলা হয়েছে, ‘আপনাদের অ্যাডহক চাকরি তো নিয়মিতকরণ হয়ে গেছে।’ এ কথা বলে অনেককে বিসিএস মৌখিক পরীক্ষায় কম নম্বর দিয়ে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করা থেকে বঞ্চিত করা হয়।

বিসিএস ক্যাডারভুক্ত চিকিৎসক আর অ্যাডহক চিকিৎসক উভয়ে তৃণমূল পর্যায়ে জনগণকে একই সেবা দেন। এমন নয় যে, বিসিএস ক্যাডারভুক্ত চিকিৎসক জনগণকে চিকিৎসাসেবা দেন, আর অ্যাডহক চিকিৎসক দেন নার্সের সেবা। অ্যাডহক চিকিৎসকরা জনগণকে স্বাস্থ্য ক্যাডারের ভেতরে থেকেই চিকিৎসা দিয়েছেন, স্বাস্থ্য ক্যাডারের বাইরে নয়। ফলে সরকারি চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে জ্যেষ্ঠতা নিয়ে নিয়মিত পদোন্নতি পাওয়া অ্যাডহক চিকিৎসকদের অধিকার। নতুবা তাদের জীবনের এই ১৪ বছরের দায় কে নেবে? তারা সরকারি চাকরি না করে প্রাইভেট খাতে থাকলে এতদিনে তারা অনেকেই সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক থাকতেন। তা ছাড়া প্রশ্ন থাকে, তাদেরকে কেন ২০২২ সালে ক্যাডারভুক্ত করা হলো? কেন ১০ বছর আগে সেটি করা হলো না?
ন্যায্যতার স্বার্থে এবং জনস্বার্থেই এর জন্য প্রয়োজনে দ্রুত আইন সংশোধন করে তাদের ন্যায্য পদোন্নতি নিশ্চিত করতে হবে। তাদেরকে বাদ দিয়ে আর কোনো পদোন্নতি মেনে নেয়া যায় না। কেননা জাতির জরুরি প্রয়োজনে নিয়োগ পেয়ে ১৪ বছর জাতিকে সেবা দিয়ে সরকারি চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে জ্যেষ্ঠতা নিয়ে পদোন্নতি পাওয়া তাদের ন্যায্য অধিকার! যারা অ্যাডহক থেকে বিসিএস পরীক্ষার মাধ্যমে পরে স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেছেন, তারাও সরকারি চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকেই জ্যেষ্ঠতা নিয়ে পদোন্নতির পাওয়ার যোগ্য।
লেখক : মেডিক্যাল অফিসার, নেফ্রোলজি, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুমিল্লা।


আরো সংবাদ



premium cement
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা : টঙ্গিবাড়ীতে আ’লীগ নেতা গ্রেফতার ফেনীতে ভারতীয় আধিপত্যবাদ রুখতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি চৌগাছায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত শিবচরে শহীদ আব্দুল কাদের মোল্লার ১১তম শাহাদাত বার্ষিকী পালন প্রাথমিকের শিক্ষকদের পদোন্নতির বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে টিভি বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই কুয়াকাটায় সাবেক মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে যুবলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ নাতনিকে অপহরণে বাধা দেয়ায় নানিকে হত্যার অভিযোগ, আহত ২ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ

সকল