কবি আসাদ বিন হাফিজের ইন্তিকালে আমিরে জামায়াতের শোক
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ জুলাই ২০২৪, ১৫:১০
বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতিমান বিশ্বাসী কবি ও সাহিত্যিক আসাদ বিন হাফিজের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সোমবার (১ জুলাই) এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, কবি আসাদ বিন হাফিজ ছিলেন একাধারে বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতিমান বিশ্বাসী কবি, সাহিত্যিক, লেখক, গবেষক ও বুদ্ধিজীবী। তিনি আদর্শিক দিক দিয়ে ফররুখ আহমদের অনুসারী ছিলেন। তার রচনায় বাংলার মুসলিম সমাজের পুনর্জাগরণ এবং বিপ্লবী ধারা চোখে পড়ার মতো। আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে সৃজনশীলতার পাশাপাশি তিনি সাহিত্যে ইসলামী দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটিয়েছেন। তার রচিত শিশু সাহিত্য ও ছড়া সমসাময়িক যুগে অতুলনীয়। তিনি ছিলেন বিরল সাহিত্য প্রতিভার অধিকারী, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, ছড়াকার ও প্রকাশক। তার বহু গ্রন্থ, ইসলামী গান ও কবিতা নতুন প্রজন্মকে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করেছে।
তিনি আরো বলেন, কবি আসাদ বিন হাফিজ প্রায় ৮১টি গ্রন্থ প্রকাশ করেছেন। বর্ণাঢ্য কর্ম ও সাহিত্যের স্বীকৃতিস্বরূপ তিনি অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তার ইন্তিকালে ইসলামী সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলন এবং অহীভিত্তিক সাহিত্য অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। সদা হাস্যোজ্জ্বল, সাদামাটা, বিনয়ী ও নিরহংকার ব্যক্তিত্বের ইন্তিকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজন ও সহকর্মীদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।-বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা