বৃষ্টি-বাদল উপেক্ষা করে নয়াপল্টনমুখী বিএনপির নেতাকর্মীরা
- অনলাইন প্রতিবেদক
- ২৯ জুন ২০২৪, ১৩:০৭, আপডেট: ২৯ জুন ২০২৪, ১৫:০৮
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলটির সমাবেশ আজ। দুপুর আড়াইটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে দলটির নেতাকর্মীরা আসতে শুরু করেছেন সমাবেশস্থলে।
শনিবার সকাল থেকে বৃষ্টি নামলেও থামাতে পারেনি বিএনপির নেতাকর্মীদের। বৃষ্টি-বাদল উপেক্ষা করে নয়াপল্টনের দিকে ছুটছেন নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর আশপাশ থেকে বিএনপির যে নেতাকর্মীরা আসছেন তারা দল বেঁধে বাস থেকে নামছেন। ছোট ছোট ব্যানার-ফেস্টুন নিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে সমাবেশস্থলে যাচ্ছেন। অনেকে দলীয় পতাকা গায়ে পরিহিত অবস্থায় ও মাথায় ব্যাজ ধারণ করেছে।
৫টি ট্রাক দিয়ে অস্থায়ী সমাবেশ মঞ্চ করা হয়েছে। মাইক লাগানোর কাজ সম্পূর্ণ হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই সড়কের গাড়ি চলাচল ইতোমধ্যে শীতল হয়েছে।
বলা যায়, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অর্থাৎ গত বছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশ ভণ্ডুল হওয়ার পর এটি বিএনপির বড় জমায়েত হতে যাচ্ছে।
আজ নয়াপল্টনের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
নয়াপল্টন এলাকায় সড়কের মোড়গুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে। পুলিশের রায়াট কার, প্রিজন ভ্যান ও পিকআপ দেখা গেছে। এছাড়া সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা