১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে রিজভী

- ছবি - ইন্টারনেট

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ রোববার দুপুর ১টায় তিনি হাসপাতালে যান এবং মেডিক্যাল বোর্ডের সদস্যদের সাথে কথা বলেন। সেখানে তিনি প্রায় ঘণ্টাখানেক অবস্থান নেন। তিনি মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন ও ডা: জাফর ইকবালের সাথে সাক্ষাৎ করে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তার সাথে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে সকাল বেলা ১১টায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা এতে অংশ নেন।

উল্লেখ্য, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুক্রবার রাত ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

গত বছরের ৯ আগস্ট বেগম খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি তিনি বাসায় ফেরেন। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করে তাকে চিকিৎসা দেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে দল ও পরিবারের পক্ষ থেকে বার বার সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে লিভার সিরোসিসে আক্রান্ত বেগম খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত বছরের ২৭ অক্টোবর।


আরো সংবাদ



premium cement
হাসিনার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রুল বিডিআর হত্যাযজ্ঞে স্বাধীন তদন্ত কমিটি হচ্ছে না রাষ্ট্র মেরামতে কত সময় প্রয়োজন জনগণের জানার অধিকার রয়েছে : তারেক হাসিনা-পরবর্তী বাংলাদেশে কী পরিবর্তন হয়েছে? সিরিয়ার বিদ্রোহীদের সাথে যুক্তরাষ্ট্রের যোগাযোগ জিম্মি করে অনৈতিক কাজে জড়াতে বাধ্য করা হচ্ছে মানুষের তৈরি আইনে শান্তি প্রতিষ্ঠা হবে না : অধ্যাপক মুজিব ৭ বছর পর মুক্তিযোদ্ধা সমাবেশে আসছেন খালেদা জিয়া সিরিয়ায় ইসরাইলের আগ্রাসনের নিন্দায় বাংলাদেশ পঞ্চগড়ের কিশোরীকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার কোম্পানীগঞ্জে ফোনে চার্জ দেয়া নিয়ে সংঘর্ষ আহত অর্ধশতাধিক

সকল