১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘সেন্টমার্টিনের অস্থিরতা নিয়ে সরকারকে পদক্ষেপ নিতে দেখা যায়নি’

- ছবি : নয়া দিগন্ত

মিয়ানমার থেকে নাফ নদীতে বাংলাদেশী নৌযান লক্ষ্য করে গুলি ছোঁড়ার কারণে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ও সরকারের ‘নীরব ভূমিকার’ নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, ‘সেন্টমার্টিন দ্বীপে ভয়াবহ অস্থিরতা বিরাজ করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বাংলাদেশ সরকারকে। এটা খুবই দুঃখজনক। এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। আমরা দেশের ভৌগলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারের নতজানু ভূমিকার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

রোববার (১৬ জুন) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গত ৫ জুন টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফেরার পথে নির্বাচন কর্মকর্তা ও ৮ জুন ইট-বালু ও খাদ্যসামগ্রী বহনকারী ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি বর্ষণ করা হয়। নাফ নদীতে বাংলাদেশী নৌযান লক্ষ্য করে প্রায় প্রতিদিনই গুলি ছোঁড়া হচ্ছে। গত ১১ জুনও গুলি ছোঁড়া ঘটেছে। ফলে সবধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এমন অবস্থায় সেন্টমার্টিনের ১০ হাজারের মতো অধিবাসী বন্দী হয়ে পড়েছেন। সেখানে খাদ্য, ওষুধ ও নিত্যপণ্যের সঙ্কট দেখা দিয়েছে। অসুস্থরা উন্নত চিকিৎসার জন্য মূল ভূখণ্ডে আসতে পারছেন না। দ্বীপবাসীর মধ্যে ভয়াবহ উৎকন্ঠা বিরাজ করছে।’


তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও নাগরিকদের জানমালের নিশ্চয়তা বিধান করা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা গণবিচ্ছিন্ন সরকার সে দায়িত্ব পালনে কোনো ভূমিকা রাখছে না। স্বাধীন-সার্বভৌম দেশের জন্য এটা খুবই অমর্যাদাকর।’
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল : কাতারের কূটনীতিক চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি ১১ মাস ধরে সারকারখানায় উৎপাদন বন্ধ, গ্যাসের দাবিতে বিক্ষোভ এশিয়ান ওপেন তায়কোয়ানদোতে সিলভার পেলেন বগুড়ার রুফাইদা

সকল