১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এ টি এম আজহারসহ আটক নেতাকর্মীদের ঈদের আগেই মুক্তির দাবি জামায়াতের

এ টি এম আজহারসহ আটক নেতাকর্মীদের ঈদের আগেই মুক্তির দাবি জামায়াতের - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এ টি এম আজহারুল ইসলামসহ আটক সকল নেতাকর্মীকে আসন্ন ঈদুল আজহার আগেই মুক্তি দেয়ার দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান শুক্রবার (১৪ জুন) নিম্নোক্ত বিবৃতি দিয়েছেন :

‘সরকার অন্যায়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এ টি এম আজহারুল ইসলামকে প্রায় ১৩ বছর ধরে কারাগারে আটক রেখেছে। রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি জনাব ইমাজ উদ্দিন মণ্ডল গত ২২ এপ্রিল রাজশাহীর আদালতে হাজিরা দিতে গেলে আদালত চত্বর থেকে তিনিসহ আরো নয়জনকে গ্রেফতার করা হয়। বর্তমানে সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৫৩ জন নেতাকর্মীকে সরকার মিথ্যা ও সাজানো মামলা দিয়ে কারাগারে আটক রেখেছে।

জামায়াতের আটক নেতৃবৃন্দের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন অত্যন্ত উদ্বেগ, উৎকণ্ঠা ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। জামায়াতের নেতৃবৃন্দ কারাগারে আটক থাকাবস্থায় তাদের পরিবার-পরিজনের জন্য ঈদুল আজহা হবে খুবই বেদনাময়। সরকারের উচিত জামায়াতের নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীকে ঈদুল আজহার আগেই মুক্তি দিয়ে তাদের পরিবার-পরিজনদের সাথে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সুযোগ করে দেয়া।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আযমী ও জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শহীদ মীর কাসেম আলীর ছেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান ২০১৬ সালের আগস্ট মাস থেকে নিখোঁজ রয়েছেন।
তাদেরকে নিজ নিজ বাসা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আজ পর্যন্ত তাদের পরিবার-পরিজন জানতে পারেনি তারা কোথায় কী অবস্থায় আছেন। প্রায় আট বছর ধরে তাদের পরিবার-পরিজন গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে জীবন-যাপন করছেন। ফিরে আসার প্রতীক্ষায় তাদের পরিবার-পরিজন এখনো অপেক্ষার প্রহর গুণছেন। ঈদুল আজহার আগেই তাদের ফিরিয়ে দিয়ে পরিবার-পরিজনদের সাথে ঈদুল আজহা পালন করার সুযোগ দেয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এ টি এম আজহারুল ইসলামসহ গ্রেফতার হওয়া সকল নেতাকর্মী যেন মুক্ত পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারেন, সেজন্য পবিত্র ঈদুল আজহার আগেই তাদের মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
নাশকতা মামলায় জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার ২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে : খাদ্য উপদেষ্টা কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ‘লীগ নেতা গ্রেফতার সোমবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বঞ্চিত ৭৬৪ কর্মকর্তা পদমর্যাদা ও আর্থিক সুবিধা পাবেন দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধু নিহত মদিনা রুটে ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ৩

সকল