১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাকা, চট্টগ্রাম, বরিশাল মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা

যুবদলের লোগো - ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর- দক্ষিণ, চট্টগ্রাম, বরিশাল মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সদ্য বিলুপ্ত যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি আরো বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

উল্লিখিত বিলুপ্ত করা কমিটিগুলোর নতুন কমিটি পরে ঘোষণা করা হবে।


আরো সংবাদ



premium cement