১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত

‘মানুষের প্রতি মমত্ববোধ থেকে রিমালে ক্ষতিগ্রস্তদের কাছে ছুটে এসেছি’

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত - ছবি : নয়া দিগন্ত

 

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহযোগিতা প্রদানকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মু. নূরুল ইসলাম বুলবুল বলেন, আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের নির্দেশনায় এবং মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও দায়বদ্ধতার জায়গা থেকে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ছুটে এসেছি। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় ১৯টি জেলায় ১৬ জন নিহতসহ প্রায় ৩৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বেড়িবাঁধ ভেঙ্গে হাজার হাজার মাছের ঘের পানিতে তলিয়ে গেছে, বিপুল পরিমাণ হাঁস-মুরগি, গরু-মহিষ-ছাগল পানিতে ভেসে গেছে, গাছপালা উপড়ে পড়েছে, অসংখ্য জমির উঠতি ফসল নষ্ট হয়েছে, প্রায় ১ লাখ ৫০ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এই ক্ষয়ক্ষতি সহজে পূরণীয় নয়। আমি নিহতদের মাগফেরাত কামনা ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন অতি দ্রুত আমাদের এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার তৌফিক দেন। একইসাথে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সাহায্য-সহযোগিতা নিয়ে এগিয়ে আসার জন্য সরকারের পাশাপাশি স্বচ্ছল ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনার আলোকে পটুয়াখালী জেলার বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ, ঘর নির্মাণের জন্য ঢেউটিনসহ মানবিক সহযোগিতা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলোয়ার হোসাইন ও মুহাম্মদ কামাল হোসাইন, পটুয়াখালী জেলা সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুস সালাম, বাউফল উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শাহীন আহমদ খান ও মেসবাহ উদ্দিন সাঈদ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্বের সভাপতি অহিদুল ইসলাম আকিক, বরিশাল মহানগরী সভাপতি রিয়াজ আহমেদ, বরিশাল জেলা পশ্চিমের সভাপতি আল আমীন খান, পটুয়াখালী জেলা সভাপতি মাহদী হাসান প্রমুখ নেতৃবৃন্দ।

এ সময় নূরুল ইসলাম বুলবুল আরো বলেন, সাম্প্রতিক সময়ে ঘুর্ণিঝড়, বন্যা, মহামারী, অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ গজব আমাদের ওপর চেপে বসেছে। আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে মাঝে মধ্যে বিপদ ও দুর্যোগে ফেলেন, আবার তিনিই আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। এর মাধ্যমে তিনি মূলত আমাদেরকে পরীক্ষা করে থাকেন। কোনো বিপদই স্থায়ী থাকে না। আল্লাহ তা’য়ালার পরীক্ষা শেষ হলে বিপদও কেটে যায়। তাই এ অবস্থায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে বেশি করে সাহায্য চাইতে হবে। দুর্যোগের এই কঠিন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়ানোর দায়িত্ব মূলত সরকারের। অথচ এক্ষেত্রে সরকার বরাবরই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই সরকার জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসে নাই। ফলে এদেশের মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী সংগঠন হিসেবে বরাবরই জনগণের যেকোনো বিপদ-আপদে সামর্থ্যের সবটুকু উজাড় করে তাদের পাশে থাকার চেষ্টা করছে। বাংলাদেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর এই গণমুখী প্রয়াস অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, সিলেট, পঞ্চগড়, কুড়িগ্রামসহ দেশের যেকোনো প্রান্তে, যেকোনো দুর্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের বিপদে-আপদে সবার আগে ছুটে যাচ্ছেন আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। এমনকি গত ২ দিনে তিনি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছুটে এসে মানবিক সহায়তা প্রদান করেন। অথচ সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে দীর্ঘদিন তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছিলো। একইভাবে বাউফলের কৃতি সন্তান ড. শফিকুল ইসলাম মাসুদ এলাকার মানুষের সুখে দুঃখে সবার আগে ছুটে আসে। বাউফলের যেকোনো দুর্যোগে ব্যাক্তি উদ্যোগে মানবিক সহায়তা নিয়ে সবার আগে হাজির হয় অথচ সরকার তাকেও সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা প্রদান করেছে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, কারারুদ্ধ করে, মিথ্যা মামলায় সাজা দিয়ে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রাকে রুদ্ধ করা যাবে না। তিনি আগামী দিনের কাঙ্ক্ষিত বাউফল গড়তে ড. শফিকুল ইসলাম মাসুদের পাশে থাকার জন্য উদাত্ত আহ্বান জানান।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ঘুর্ণিঝড় রেমালের আঘাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাউফল নদী প্লাবিত এলাকা হওয়ায় জলোচ্ছ্বাসে ইতোমধ্যেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, প্রাকৃতিক এই গজব থেকে তিনি যেন বাউফলসহ পুরো বাংলাদেশকে হেফাজত করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ হতে আমরা এই দুর্যোগময় পরিস্থিতি উত্তরণে আমাদের সীমিত সামর্থ্যের আলোকে বাউফলসহ দেশের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছি। তিনি দেশের সামর্থ্যবান ও বিত্তশালীদের ক্ষতিগ্রস্ত মানুষগুলোর সাহায্যে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।

 

 


আরো সংবাদ



premium cement
সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাশিয়া, সামরিক ঘাঁটির নিরাপত্তার ওপর জোর গাজীপুর ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত আরেক মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন রাশিয়া আবারো ইউক্রেনের বিরুদ্ধে 'ওরেশনিক ক্ষেপনাস্ত্র ব্যবহার করতে পারে : যুক্তরাষ্ট্র অভয়নগরে ট্রাকচাপায় নিহত ২, ট্রাকে আগুন একুশে পদকপ্রাপ্ত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন ট্রাম্পের প্রত্যাবর্তনের আগেই নিরাপত্তা স্মারক বাইডেনের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় শ্রীমঙ্গলে বেড়েছে শীতের প্রকোপ উত্তরাঞ্চলজুড়ে তীব্র ঠান্ডা বিস্ফোরণে আফগান মন্ত্রী নিহত : আইএসের দায় স্বীকার

সকল