১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘ভোটারবিহীন সরকার দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে’

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত বইপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান - ছবি : সংগৃহীত

ভোটারবিহীন সরকার দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জের কৃতিসন্তান মু. নূরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। তাইতো পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের যে আলো পাঠিয়েছেন সেই মহাগ্রন্থ আল কুরআনের প্রথম বানী বা ম্যাসেজ হলো ইক্বরা বিছমি রাব্বিকাল্লাযি খালাক বা পড়! তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জ্ঞান মানুষের চেতনাকে স্পর্শ করে, অন্তরকে আলোকিত করে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন করে। তাই ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে শুধুমাত্র ময়দানেই ভূমিকা রাখবো তা নয় বরং পৃথিবীকে পরিবর্তনের জন্য আমাদের জ্ঞানগত দিক থেকে অগ্রগামী হতে হবে। জ্ঞানের উৎস হিসেবে আমাদের কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে। একইসাথে আধুনিক তথ্য প্রযুক্তির যুগেও শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। জ্ঞানের সকল শাখায় আমাদের বিচরণ থাকতে হবে।

বুধবার জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত বইপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারী ও জেলা সেক্রেটারি আবুবকর সিদ্দিক।

চাঁপাইনবাবগঞ্জ পৌর আমির হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি মোক্তার হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর নায়েবে আমির অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ, চাপাই নবাবগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর সহকারী সেক্রেটারি তহরুল ইসলাম সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় প্রধান অতিথি বইপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার সামগ্রী তুলে দেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, জ্ঞান অর্জনের সাথে সাথে আমাদেরকে সমাজের মানুষের কল্যাণেও ভুমিকা পালন করতে হবে। সৎ ও দক্ষ নেতৃত্ব ছাড়া সুখী-সমৃদ্ধ ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এজন্য সর্বদা জনগণের পাশে থেকে তাদের তাদের সুখ-দুঃখের ভাগিদার হতে হবে। আজকে দেশে ভোটারবিহীন সরকার জনগণের সামনে উন্নয়নের তোকমা দেখালেও মূলত হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এই সরকার দেশের মানুষের বাকস্বাধীনতা, ভোটের অধিকার, খাদ্য, বস্ত্র ও চিকিৎসাসহ সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। আজ দেশের জনগণের জানমালের নিরাপত্তা নেই, এমনকি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। এ অবস্থায় দেশ চলতে পারে না। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছি। অধিকার আদায় না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, কুরআনের জ্ঞান চর্চা করে নিজেদের মান উন্নয়ন করতে জামায়াতের কর্মী-সমর্থক সকলকে প্রচেষ্টা চালাতে হবে। জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশ ও জাতি গঠনে অবদান রেখে চলছে। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সকল মানুষ তাদের প্রাপ্য অধিকার বুঝে পাবে। সকল মানুষ শান্তিময় জীবনযাপন করবে। এমন একটি সমাজব্যবস্থা কায়েমের জন্যই জামায়াতে ইসলামী প্রচেষ্টা ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি জামায়াতের এই প্রচেষ্টা ও সংগ্রামে সকলকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
বিশ্বখ্যাত তবলাবাদক জাকির হোসেন মারা গেছেন আজ মহান বিজয় দিবস তাজউদ্দীনের মেয়ের দৃষ্টিতে জুলাই-আগস্ট বিপ্লব কুষ্টিয়ায় ট্রেন থেকে সাড়ে ৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার বৈষম্যবিরোধী আন্দোলনে আহতকে কাঠাল গাছে ঝুলিয়ে মেরে ফেলার হুমকি ইউপি চেয়ারম্যানের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী আটক মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর

সকল