১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মীর নাছির

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মীর নাছির - সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

সোমবার (২৭ মে) মীর মোহাম্মদ নাছির উদ্দিনে স্ত্রী লুতফা নাছির জানান, রোববার রাত ৯টার দিকে বুকের ব্যথার কারণে তাকে রাজধানীর ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, চিকিৎসকরা জানিয়েছেন যে তার হার্টঅ্যাটাক হয়েছে। এছাড়া তার জ্বর ওঠা-নামা করছে।

লুতফা নাছির জানান, মীর নাছিরের নিউরো সমস্যা রয়েছে। সম্প্রতি হার্টের সমস্যার কারণে তিনি ব্যাংকক থেকে চিকিৎসা নেন। এছাড়া কয়েক মাস আগে নিউরো সমস্যার কারণে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে চিকিৎসা নেন। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মীর মোহাম্মদ নাছির উদ্দিন বিএনপির ভাইস চেয়ারম্যান। তিনি বাংলাদেশ সরকারের সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ছিলেন।


আরো সংবাদ



premium cement