১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নেতাকর্মীদের খোঁজ-খবর নিতে বগুড়ায় যুবদলের সাধারণ সম্পাদক মুন্না

নেতাকর্মীদের খোঁজ-খবর নিতে বগুড়ায় যুবদলের সাধারণ সম্পাদক মুন্না - নয়া দিগন্ত

সংগঠনকে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে বগুড়া গিয়ে নেতাকর্মীদের খোঁজ নিলেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। যুবদলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি দল সাথে ছিল।

শুক্রবার বগুড়ায় গিয়ে আন্দোলনে ক্ষতিগ্রস্তদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপহার, সংগ্রামে কারাবন্দী নেতাকর্মীদের নিয়ে সংবর্ধনা ও আলোচনা সভা করে প্রতিনিধি দল।

বগুড়া শেরপুর উপজেলা যুবদলের‍ যুবনেতা সুমন সিহাব ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশে পুলিশের গুলিতে বাম চোখ গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার তুলে দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। আন্দোলন সংগ্রামে আইন-শৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় মৃত্যুবরণ করা বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ফোরকান আলীর কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত করেন তিনি।

এ সময় যুবদলের প্রতিনিধি দলে ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহফুজার রহমান রিটন, সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানা, প্রচার সম্পাদক আবদুল করিম সরকার।

এছাড়া ছিলেন- বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।


আরো সংবাদ



premium cement