১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সরকারের পরিবর্তন ঘটলে চোখের জল ফেলার মানুষ খুঁজে পাওয়া যাবে না : গয়েশ্বর চন্দ্র

- ছবি - নয়া দিগন্ত

বর্তমান সরকারের পরিবর্তন যখন ঘটবে, তখন ১৫ আগস্টের মতো চোখের জল ফেলার মানুষ খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্মরণ সভার আয়োজন করেছে সম্মিলিত যুব ফোরাম।

সরকারকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিদেশী সাহায্য যেদিন বন্ধ হয়ে যাবে, তখন আপনাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তখন আওয়ামী লীগ শব্দটা আর মুখে আনা যাবে না। বিদেশীদের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে, ক্ষমতায় থাকলেও কিন্তু জনগণের হৃদয়ে তাদের জন্য স্থান হয় না। জনগণ তাদের ঘৃণা করে।

তিনি বলেন, উপজেলা নির্বাচন ৭ জানুয়ারির নির্বাচনকেও হার মানিয়েছে। মানুষ যে ভোট দিবে এবং ভোট দিতে পারবে কি না এই আত্মবিশ্বাসটা মানুষের মধ্যে নাই, সেজন্য তারা ভোটকেন্দ্রে যায়নি।


আরো সংবাদ



premium cement