আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে কোনো অন্যায়-অবিচার থাকবে না : মোবারক হোসাইন
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ মে ২০২৪, ২০:০০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে কোনো অন্যায়-অবিচার থাকবে না।
তিনি বলেন, ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তিই আমাদের জীবনের মূল লক্ষ্য। জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী ও আদর্শিক রাজনৈতিক সংগঠন। সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণ ও দুঃখ-দুর্দশা লাঘবে সকল পর্যায়ের জনশক্তিকে একযোগে কাজ করতে হবে। রাসূলুল্লাহ সা: একটি আদর্শ সমাজ গঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করে শতভাগ সফল হয়েছিলেন। রাসূল সা:-এর আদর্শ অনুসরণ করেই আমাদেরকে কুরআনের আইন চালু করার প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠিত হলে সমাজ ও রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা বিরাজ করবে এবং দেশ সমৃদ্ধিতে ভরে উঠবে। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। দেশে থাকবে না কোনো অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতন। সমাজের সর্বস্তরের মানুষ সুখে-শান্তিতে থাকতে পারবে এবং সকলের মুখে হাসি ফুটবে। তাই জামায়াতে ইসলামীর মূল স্লোগানই হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আসুন এই স্লোগানের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধশালী দেশে পরিণত করি।
১১ মে
শনিবার (১১ মে) যশোর পূর্ব সাংগঠনিক জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জেলা আমির মাস্টার নূরুন্নবী-এর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইউনিয়ন সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা আজিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা লিয়াকত আলী এবং মাওলানা রফিকুল ইসলাম ও জেলা কর্মপরিষদ সদস্য মশিউর রহমান প্রমুখ।
সমাপনী বক্তব্যে জেলা আমির মাস্টার নূরুন্নবী বলেন,‘বর্তমান সরকারের অবৈধ ক্ষমতালিপ্সা দেশকে গভীর সঙ্কটের মুখে ঠেলে দিয়েছে। স্বৈরাচারি ও ফ্যাসীবাদী শাসক দেশকে লুটেপুটে খাচ্ছে। অবলীলায় বিদেশে রাষ্ট্রীয় অর্থ পাচার করা হচ্ছে। অথচ আমাদের দেশের মানুষ অতিকষ্টে জীবন-যাপন করছেন। একটি আদর্শবাদী সংগঠনের জনশক্তি হিসেবে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সাধ্যমত চেষ্টা করতে হবে। মূলত, জামায়াত মানুষকে জান্নাতের দিকে ডাকে। তাই জুলুম-নির্যাতন চালিয়ে বা কোনো ষড়যন্ত্র করে জামায়াতের অগ্রযাত্রা কোনভাবেই রোধ করা যাবে না বরং সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে জামায়াত দ্বীনের বিজয় নিশ্চিত করবে, ইনশাআল্লাহ। তাই দ্বীন বিজয়ের লক্ষ্যে আমাদেরকে ময়দানে আপসহীন ভূমিকা পালন করতে হবে।’
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা