মাওলানা মামুনুল হকের সাথে উলামা-মাশায়েখ পরিষদের সাক্ষাৎ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ মে ২০২৪, ২০:৩৮
হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উলামা-মাশায়েখ পরিষদের শীর্ষ নেতারা।
রোববার উলামা-মাশায়েখ পরিষদের সেক্রেটারি ড. মাওলানা খলীলুর রহমান মাদানীর নেতৃত্বে তারা এ সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলের নেতারা আল্লামা মামুনুল হকের সার্বিক খোঁজ-খবর নেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসেন, ড. মাওলানা হাবিবুর রহমান, ডক্টর মুফতি আবু ইউসুফ খান, মাওলানা কাজী জালাল উদ্দিন, মাওলানা আবুল কাশেম গাজী, অধ্যক্ষ মাওলানা শহিদুল্লাহ, মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, মুফতী নূরুজ্জামান নোমানী, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন, মুফতি মহিউদ্দিন, মুফতি তাজুল ইসলাম, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ শিবলী, মুফতি মাওলানা তাজুল ইসলাম কাউসার, ড. মাওলানা আব্দুল জব্বার খান, মোহাম্মদ কামরুল হোসাইন প্রমুখ।
মাওলানা খলীলুর রহমান মাদানী বলেন,‘বর্তমান জালেম সরকার ক্ষমতায় আসার পর থেকেই উলামা-মাশায়েখসহ বিরোধী মতের লোকদের হামলা-মামলা ও জেল-জুলুম-নির্যাতন করে হয়রানি করছে। তারই ধারাবাহিকতায় সরকারের ভয়াবহ নির্যাতনের শিকার হন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব সদ্য কারামুক্ত মজলুম আলেমে দ্বীন আল্লামা মামুনুল হক। আমরা সরকারের এই জুলুম-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখনো শতশত আলেম জালেমের কারাগারে আটক রয়েছেন। আমরা তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
প্রেস বিজ্ঞপ্তি