মদিনায় মির্জা ফখরুলকে ফুলেল শুভেচ্ছা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ মে ২০২৪, ১৫:১৪, আপডেট: ০৪ মে ২০২৪, ১৫:৪৮
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মদিনায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরব বিএনপির নেতারা।
পবিত্র উমরাহ পালনের উদ্দেশে গত বৃহস্পতিবার (২ মে) রাতে বিএনপি মহাসচিব সস্ত্রীক মদিনায় পৌঁছান। গতকাল শুক্রবার তাকে নেতা-কর্মীরা শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব, সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ প্রমুখ।
মির্জা ফখরুল গতকাল মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করেন। আজ শনিবার তিনি মক্কা যাবেন এবং পবিত্র ওমরাহ পালন করবেন।
আগামী ৮ মে মির্জা ফখরুল দেশে ফিরবেন বলে জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তি