১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ যুবলীগ কর্মীদের, নিন্দা গোলাম পরওয়ারের

সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার - ফাইল ছবি

গাজীপুর মহানগরী জামায়াতের পাঁচজন নেতাকর্মীকে স্থানীয় আওয়ামী যুবলীগ কর্মী খোরশেদ আলম ও মোখলেছুর রহমানের নেতৃত্বে ধরে নিয়ে পুলিশের হাতে সোপর্দ করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এ বিষয়ে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, ২৪ এপ্রিল বুধবার রাত সোয়া ১০টার দিকে গাজীপুর মহানগরী জামায়াতের পাঁচজন নেতাকর্মীকে স্থানীয় আওয়ামী যুবলীগ কর্মী খোরশেদ আলম ও মোখলেছুর রহমানের নেতৃত্বে ধরে নিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। আটককৃতরা হলেন গোলাম ইদ্রিস (৪২) ওয়ার্ড সভাপতি, আব্দুল হাই হাদী (৪৮) ওয়ার্ড টিম সদস্য, আলমগীর হোসাইন (৩২) রুকন, আহমদ আলী (৫০) কর্মী, আব্দুল ওয়াদুদ (৩৫) কর্মী। পুলিশ আটককৃতদের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠালে আদালত তাদের জামিন না দিয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। পরবর্তীতে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আমি এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি।

তিনি আরো বলেন, সারাদেশ ঘুষ-দুর্নীতিতে ছেয়ে গেছে। নাগরিকদের মধ্যে নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে। দেশের যুব সমাজ মাদকাসক্ত হয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এমতাবস্থায় জামায়াতে ইসলামী দেশের নাগরিকদের দেশপ্রেমিক, সৎ ও যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। জামায়াতে ইসলামী মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং তাদের নৈতিক চরিত্র সংশোধনের চেষ্টা করে। এটা জামায়াতে ইসলামীর অন্যতম প্রধান কাজ। সেইপ্রেক্ষিতে দেশব্যাপী জামায়াতের কেন্দ্র ঘোষিত দাওয়াতী অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে গাজীপুর মহানগরী জামায়াত দাওয়াতী কাজে বের হলে তাদেরকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, অমানবিক ও অনাকাঙ্ক্ষিত। আমরা অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
সাবেক ছাত্রলীগ নেত্রী নদী গ্রেফতার সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা

সকল