মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম
- অনলাইন প্রতিবেদক
- ২৪ এপ্রিল ২০২৪, ২৩:০১
মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
বুধবার বিকেলে পুরান ঢাকার ধোলাইখালস্থ জামান মল্লিকের বাসভবনে তিনি এ কথা বলেন। ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে পুলিশী হামলায় মারাত্মক আহত হয়ে দীর্ঘদিন থেকে অসুস্থ ঢাকা মহানগর দক্ষিণের ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামান মল্লিককে দেখতে যান আব্দুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু।
এ সময় সালাম বলেন, আন্দোলন চলমান আছে। জামানও এ আন্দোলনের শিকার। সরকারের পেটুয়া বাহিনী একাধিকবার জামান মল্লিকের ওপর হামলা চালিয়েছে। এ রকম হাজারো জামান মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। আজকে মৃত্যুর মুখ থেকে ফিরেও তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। শহীদ জিয়ার সৈনিকেরা মৃত্যুকে জয় করতে শিখেছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তারা শহীদ হতে প্রস্তুত।
তিনি বলেন, আজকে সাজানো মামলায় নেতা-কর্মীদের জেলে নেয়া হচ্ছে। আমাদের নেতা-কর্মীরা হাসিমুখে জেলে যাচ্ছেন। জেল নিয়ে তাদের কোনো চিন্তা নেই। তাদের চিন্তা ও চেতনা জনগণকে বন্দীদশা থেকে মুক্তি দেয়া। আর এই মুক্তির আন্দোলনে নেতা-কর্মীদের যে মনোবল আমরা দেখেছি, সেই মনোবলই আমাদের যুদ্ধে জয়ী হবার বড় হাতিয়ার হিসেবে কাজ করবে।
মজনু বলেন, অত্যাচারিত হতে হতে বিএনপির প্রতিটি নেতা-কর্মী ইস্পাতে পরিণত হয়েছে। এই ইস্পাতের আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে এই স্বৈরশাসক গোষ্ঠী। এখন প্রয়োজন সময় মতো আঘাত করা। এরজন্য সকলকে সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় থাকতে হবে। ভেঙে ফেলতে হবে বন্দীশালা, মুক্ত করতে হবে গণতন্ত্রকে।