ঈদ শুভেচ্ছা নিয়ে বিএনপির গুম-খুন নেতাদের বাসায় রিজভী
- অনলাইন প্রতিবেদক
- ১১ এপ্রিল ২০২৪, ১৫:১৮, আপডেট: ১১ এপ্রিল ২০২৪, ১৬:২৩
বিএনপির গুম, খুন ও নির্যাতনের শিকার নেতাদের বাসায় ঈদ শুভেচ্ছা নিয়ে হাজির হয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার ঈদের নামাজ আদায় শেষে তাদের বাসায় গিয়ে খোঁজ খবর নেন তিনি।
গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর বাসায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা পৌঁছিয়ে দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্য সম্পাদক ডা. মো: রফিকূল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।
এরপর পুলিশের ক্রসফায়ারে নিহত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুর বাসায় তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা পৌঁছিয়ে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডা. মো: রফিকূল ইসলাম, অধ্যাপক ইকবালুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, পটুয়াখালী জেলা যুবদলের সহ-সভাপতি ডা. রাকিবুল হাসান মুরাদ, ঢাকা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজীব রায়হান প্রমুখ।
এরপর তিনি পুলিশের ক্রসফায়ারে নিহত খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনির বাসায় তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা পৌঁছিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডা. মো: রফিকূল ইসলাম, অধ্যাপক ইকবালুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, পটুয়াখালী জেলা যুবদলের সহ-সভাপতি ডা. রাকিবুল হাসান মুরাদ, ঢাকা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজীব রায়হান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা