’সরকার প্রান্তিক মানুষের ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌঁছে দিতে ব্যর্থ’
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ এপ্রিল ২০২৪, ১৪:২৬, আপডেট: ০৯ এপ্রিল ২০২৪, ১৪:৩২
সরকার প্রান্তিক মানুষের ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান। তিনি বলেছেন, ‘রমজান মাস শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। ঈদুল ফিতরও অত্যাসন্ন। ঈদের খুশি যাতে শ্রেণীর বিশেষের মধ্যে সীমাবদ্ধ না থেকে সর্বজনীন হয় সে জন্য সরকারকে যথাযথা ব্যবস্থাগ্রহণ করতে হবে।’
তিনি আরো বলেছেন, ‘প্রান্তিক ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌঁছানোর দায়িত্বও রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র সে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে।’
মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর মিরপুরে শহিদ ওয়াহিদুল ইসলাম মিলনায়তনে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ঢাকা মহানগর পশ্চিম শাখা আয়োজিত ঈদ সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজিবুর রহমান বলেন, ‘ঈদ আনন্দ ধনী-গরিব সবার জন্য। এখানে কোনো বৈষম্য কাম্য নয়। দেশের জনসংখ্যার বিশাল অংশ সুবিধাবঞ্চিত। সমাজের গুরুত্বপূর্ণ অংশ সুবিধাবঞ্চিতদের পাশ কাটিয়ে ঈদ আনন্দ পূর্ণতা পাবে না। কিন্তু তাদেরকে বরাবরই পাশ কাটিয়ে যাওয়া হয়। শুধু পাশ কাটিয়ে যাওয়া নয় বরং সরকারের পক্ষ থেকে প্রায়ই দেশে দরিদ্র মানুষ নেই বলে ঘোষণা দিয়ে সুবিধাবঞ্চিতদের উপহাস করা হচ্ছে। অথচ দেশে এখন বহু মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস ও মানবেতর জীবনযাপন করছে।’
তিনি বলেন, ‘আমরা মনে করি যে এদের এড়িয়ে গিয়ে ঈদ আনন্দ উপভোগ করা মানবিক কাজ নয়। ইতোমধ্যেই সারাদেশে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ, ঈদ পোষাক ও ঈদ সামগ্রী বিতরণ করেছে। আমরা জানি, এ প্রচেষ্টা পর্যাপ্ত নয়। কিন্তু ছাত্রশিবির সামর্থ অনুযায়ী সামাজিক দায়িত্ব পালনে কখনো পিছপা হয় না। আমরা পথশিশুসহ দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকার ও বিত্তশালীদের আহ্বান জানাচ্ছি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পশ্চিম শাখা সভাপতি এম এ জামান ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন শাখা সেক্রেটারি এইচ এম এস মাহমুদ। এ সময় মহানগরের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা