‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে’
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ এপ্রিল ২০২৪, ১৫:২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘সরকার ঈদে ঘরমুখী মানুষের ঈদযাত্রাও নির্বিঘ্ন করতে পারেনি। পরিবহন সঙ্কট, বাড়তি ভাড়া ও পথে পথে চাঁদাবাজি জনগণের ঈদযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে।’
তারা ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি জোরদাবি জানান।
রোববার নগরবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক যৌথ শুভেচ্ছা বাণীতে তারা এসব কথা বলেন।
মহানগরী উত্তর নেতৃদ্বয় বলেন, ‘রহমত, মাগফিরাত ও জাহান্নামের আগুন থেকে মুক্তি ও তাকওয়া অর্জনের মাস মাহে রমজান বিদায়ের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। মূলত রমজান হচ্ছে আধ্যাত্মিক ও আত্মিক উন্নতি, আল্লাহর সান্নিধ্য ও নৈকট্য লাভের উত্তম মাধ্যম। এর মধ্যেই রয়েছে আর্ত-মানবতার সর্বাঙ্গীন কল্যাণ ও মুক্তি। দীর্ঘ এক মাস সিয়াম ও কিয়াম পালনের পর আমাদের মাঝে আবারো ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের প্রকৃত শিক্ষাই হচ্ছে আর্ত-মানবতার কল্যাণ এবং বিপন্ন ও অভাবগ্রস্ত মানুষের প্রতি অনুগ্রহ প্রদর্শন। তাই পবিত্র ঈদুল ফিতরে গণমানুষের কল্যাণ ও দারিদ্র বিমোচনে যাকাত ও সাদাকাতুল ফিতর যথাযথভাবে আদায় করতে হবে।’
নেতৃদ্বয় ঈদুল ফিতরের প্রকৃত শিক্ষা ধারণ করে আর্ত-মানবতার কল্যাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
তারা বলেন, ‘দীর্ঘ এক মাস সিয়াম ও কিয়াম পালনের পর জাতি ঈদ উৎসবের মুখোমুখি এসে দাঁড়ালেও তারা মোটেই স্বস্তিতে নেই। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে ধর্মপ্রাণ মানুষের সিয়াম পালন নির্বিঘ্ন ও উৎসব মুখর হয়নি। পবিত্র রমজান মাসেও সরকার ধর্মীয় অধিকারে নগ্নভাবে হস্তক্ষেপ্ত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ধর্মের মানুষের জন্য ধর্মপালন উন্মুক্ত হলেও সরকার রমজানের আলোচনা সভা ও ইফতার মাহফিলে বাধা দিয়ে নিজেদের ইসলামবিরোধী কদর্য ও নগ্ন চেহারা দেশ ও জাতির সামনে উম্মুক্ত করেছে।’
প্রেস বিজ্ঞপ্তি