১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঈদ উপহার পেলেন দলটির নেতা শাহজাহান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঈদ উপহার পেলেন দলটির নেতা শাহজাহান - ছবি : নয়া দিগন্ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও ঈদ উপহার পেয়েছেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দলটির নেতা আলহাজ মো: শাহজাহান।

শনিবার (৬ এপ্রিল) বিকেলে মো: শাহজাহানের ছেলে ডি এম আমিরুল ইসলাম অমরের রাজধানীর যাত্রাবাড়ী বাসায় এ ঈদ শুভেচ্ছা ও উপহার পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

আলহাজ মোধ শাহজাহানের বাড়ি মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের যোগীরকোফা গ্রামে। তিনি বর্তমানে চিকিৎসার জন্য ছেলের বাসায় অবস্থান করছেন।

আলহাজ মো: শাহজাহানের হাতে তারেক রহমানের শুভেচ্ছা ও ঈদ উপহার তুলে দিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ২০১৫ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় রাবার বুলেট ও পুলিশের লাঠির আঘাতে লতিফপুর ইউনিয়ন বিএনপির তৎকালীন সহ সভাপতি আলহাজ মো: শাহজাহানসহ উপজেলার প্রায় ৭০ থেকে ৭৫ জন নেতাকর্মী আহত হনি। এরপর ওই হামলার আঘাতে মো: শাহজাহান ধীরে ধীরে তার দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। সারা দেশে বিভিন্নসময় যারা সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে আহত হয়েছেন তাদের তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে। মির্জাপুর থেকে মো: শাহজাহানের নাম পাঠানো হয়েছিলো। এরপর থেকেই দীর্ঘ ৫ বছর যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্নভাবে মো: শাহজাহানের খোঁজখবর রাখছেন। এরই ধারাবাহিকতায় তারেক রহমান এবারো মো: শাহজাহানকে ঈদ শুভেচ্ছা ও ঈদ উপহার পাঠিয়েছেন।

তিনি বলেন, সরকার গায়ের জোরে প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। কিন্তু এরপরও সরকারের শেষ রক্ষা হবে না। কারণ দেশের অধিকাংশ জনগণ এই অবৈধ সরকারের হাত থেকে মুক্তি চায়। জনগণের বিজয় হবেই। এই ফ্যাসিস্ট সরকারের বিদায় হবেই।

সাবেক এই এমপি বলেন, আওয়ামী বাহিনীর অত্যাচার-নির্যাতনে অনেকে খুন হয়েছে, অনেকে গুম হয়েছে, অনেকে পঙ্গুত্ববরণ করেছে। এরই অংশ হিসেবে দুই চোখ হারিয়ে আলহাজ মো: শাহজাহান অন্ধত্ব জীবন অতিবাহিত করছে। বিএনপি দলের জন্য তার এই ত্যাগকে সবসময় স্মরণ রাখবে। হয়তো বিএনপি তার চোখ ফিরিয়ে দিতে পারবে না, তবে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করাই হবে বড় প্রাপ্তি।

এ সময় আরো উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক তাহেরুল হক খোকন, মির্জাপুর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর, বিএনপি নেতা আরিফ প্রমুখ।

উল্লেখ্য, বিএনপি নেতা আলহাজ মো: শাহজাহানের ছেলে ডি এম আমিরুল ইসলাম অমর ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সাবেক দফতর সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক গণমাধ্যম বিষয়ক সম্পাদক।


আরো সংবাদ



premium cement