আল্লাহর ওপর ভরসা রেখে পরিস্থিতি সামাল দিতে হবে-ড. মুহাম্মদ রেজাউল করিম
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ এপ্রিল ২০২৪, ১০:০৯
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম রেজাউল করিম বলেছেন, ‘বিপদ আল্লাহর পক্ষ থেকেই আসে। মূলত, এসব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মাত্র। তাই যেকোনো বিপদে মানসিকভাবে বিপর্যস্ত হলে চলবে না বরং আপন শক্তিকে বলীয়ান হয়ে সার্বিক পরিস্থিতি মোকাবেলা করার সাধ্যমত চেষ্টা চালাতে হবে। এক্ষেত্রে আল্লাহ আপনাদের সহায় হবেন। তিনি দেশে অগ্নিদুর্ঘটনার প্রবণতা বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, দেশে অগ্নিদুর্ঘটনার প্রবণতা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। সরকার পরিস্থিতি সামাল দিতে প্রায় ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে। কোন কোন ক্ষেত্রে নাশকতার অভিযোগও জোরালো ভিত্তি পাচ্ছে। তাই দেশে অগ্নিদুর্ঘটনা রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অগ্নিনির্বাপনে অত্যাধনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি অগ্নিদুর্ঘনায় ক্ষতিগ্রস্তদের নগদ আর্থিক সহায়তা বিতরণ করেন এবং তাদের জন্য সম্ভব সবকিছু করার আশ্বাসও দেন।’
মঙ্গলবার লক্ষ্মীপুরের জকসিন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মঝে নগদ অর্থ বিতরণকালে এসব কথা বলেন।
এ সময় মহানগরী সেক্রেটারির সাথে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মোস্তফা মোল্লা, সেক্রেটারী রেজাউল ইসলাম খাঁন সুমন, শহর জামায়াতের সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলাম, মোহাব্বত মেম্বার ও মাষ্টার শাহ আলমসহ স্থানীয় ব্যক্তিরা।
ড. রেজাউল করিম বলেন, ‘অবক্ষয়, দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা আমাদের সমাজ-রাষ্ট্রে প্রায় প্রাতিষ্ঠানিক ভিত্তি পেয়েছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে স্বেচ্ছাচারিতা, জুলুম, নির্যাতন ও সীমালঙ্ঘন। পরিকল্পিতভাবে রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারবিভাগ এর আওতার বাইরে নেই। ফলে মানুষের অধিকার ভূলুন্ঠিত, মাবনতা আজ আর্তনাদ করছে। রাষ্ট্রের অঙ্গ-প্রতিষ্ঠানগুলোকে স্বাভাবিকভাবে কার্য সম্পাদন করতে পারছে না। তাই সমাজের অবক্ষয়রোধ এবং একটি ইতিবাচক পরিবর্তের জন্য সকল শ্রেণি ও পেশার মানুষকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। মানুষকে আত্মসচেতন করার ক্ষেত্রে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি ন্যায়-ইনসাফের ভিত্তিতে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সমাজের আত্মসচেতন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি