১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি

ড. মুহাম্মদ ইউনূস - ফাইল ছবি

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কো ‘ট্রি অব পিস’ পুরস্কার দেয়নি বলে শিক্ষামন্ত্রীর দাবির এক দিন পর বৃহস্পতিবার (২৮ মার্চ) একটি বিবৃতি দিয়েছে ইউনূস সেন্টার।

বিবৃতিতে ইউনূস সেন্টার জানায়, ২০২৪ সালের ১৪-১৬ মার্চ প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় বাকু ফোরাম একাদশে বিশিষ্ট বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

বাকু ফোরামের আয়োজক নিজামি গাঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টারের (এনজিআইসি) সেক্রেটারি জেনারেল রোভশান মুরাদভ ইউনূস সেন্টারে পাঠানো এক ইমেইলে জানান, সম্মেলনে ভাষণ দেয়া ছাড়াও সম্মেলনের সমাপনী দিনে প্রফেসর ইউনূসকে ইউনেস্কোর পুরস্কার গ্রহণ করতে হবে।

বাকু ফোরামের সমাপনী নৈশভোজে প্রফেসর ইউনূসকে ১৬ মার্চ মঞ্চে ‘ট্রি অব পিস’ পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে যোগদানের জন্য বিশেষভাবে স্মরণ করিয়ে দেয়া হয়।

ইউনূস সেন্টার তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনেস্কোর এই পুরস্কারের কথা উল্লেখ করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, প্রফেসর ইউনূসকে যে ‘ট্রি অব পিস’ পুরস্কার দেয়া হয়েছিল, সেই একই শিল্পীর ভাস্কর্য ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হয়েছিল।

বিবৃতিতে আরো বলা হয়, প্রফেসর ইউনূস ২০২৩ সালের জুনে ইউনেস্কো সদর দফতর পরিদর্শনকালে ইউনেস্কোর ‘ফিট ফর লাইফ’ ফ্ল্যাগশিপের প্রেক্ষাপটে খেলাধুলার মাধ্যমে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে ইউনেস্কো এবং প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা ইউনূস স্পোর্টস হাবের মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি সই করেন।

এর আগে গত বুধবার শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান মহিবুল হাসান চৌধুরী বলেন, নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কো ‘ট্রি অব পিস’ পুরস্কার দেয়নি।

তিনি বলেন, আজারবাইজানের গঞ্জাভি ফাউন্ডেশনের আমন্ত্রণে ড. ইউনূসকে ইসরাইলের একজন ভাস্কর ‘ট্রি অব পিস’ পুরস্কারে ভূষিত করেন।

মন্ত্রী বলেন, ইউনেস্কো থেকে পুরস্কার পেয়েছেন বলে ড. ইউনূস যে দাবি করেছেন তা অসত্য।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি জনগণের হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে : মহাপরিচালক ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

সকল