১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করতে হবে’

- সংগৃহীত

জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ময়দানে আপসহীন ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

তিনি বলেছেন, ‘অনেক ত্যাগ ও কোরবানির বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করলেও মহল বিশেষের অবৈধ ক্ষমতালিপ্সা ও বিভেদের রাজনীতির কারণেই আমাদের অর্জিত স্বাধীনতা পুরোপুরি অর্থবহ হয়ে ওঠেনি। তাই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে দেশকে ফ্যাসীবাদ ও স্বৈরাচার মুক্তি করতে হবে।’

তিনি গণপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠায় সকলকে রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের একটি মিলনায়তনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, ‘আমাদের স্বাধীনতার পাঁচ দশক অতিক্রান্ত হলেও দেশের মানুষ কার্যত স্বাধীন নয়। কারণ ফ্যাসিস্ট আদিপত্যবাদীদের হাতে মানবতা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। দেশের শিক্ষাব্যবস্থায় ভয়াবহ বিপর্যস্ত। তাই দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষার জন্য জামায়াতে ইসলামীর সকল জনশক্তি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।’

তিনি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, ইসলাম ও ইসলামী মূল্যবোধ রক্ষায় জামায়াতের সকল স্তরের জনশক্তিকে ময়দানে আপসহীন ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভায় জেলা সেক্রেটারি এ বি এম কামাল হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মো: শাহিনুর ইসলাম, জেলা শূরা সদস্য ও কেরানীগঞ্জ উপজেলা আমির মো: ইলিয়াস প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল