২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মহররম ১৪৪৬
`

খালেদা জিয়া এখনো ক্রাইসিসের বাইরে নন : মির্জা ফখরুল

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর - ছবি : নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের বরাত দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ‘খালেদা জিয়া এখনো ক্রাইসিসের বাইরে নন।’

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবচেয়ে বেশি সংগ্রাম, লড়াই করা জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া গৃহবন্দী অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চলেছেন। গত রাতে তাকে সিসিইউতে নেয়া হয়েছিল। আজ সকালে তাকে আবার কেবিনে নেয়া হয়েছে। ডাক্তার সাহেবরা বলেছেন, তারপরও তিনি এখনো ক্রাইসিসের বাহিরে নন।’

‘তার চিকিৎসকরা বারবার বলেছেন, তার জীবন রক্ষাতে অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বাইরের দেশে তার চিকিৎসার ব্যবস্থা করা হোক,’ বলেন মির্জা ফখরুল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘আমরা লগি-বৈঠা দিয়ে মানুষ মারার রাজনীতি করি না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে চাই। মানুষের ইচ্ছার কাছে কোনো অপশক্তি টিকতে পারবে না।’

তৃণমূল বিএনপিতে আপনাদের সাবেক নেতাদের দেখা যাচ্ছে এমন প্রশ্নের জবাবে মঈন খান বলেন, ‘বিএনপি বাকশাল নয় যে আমাদের দলই করতে হবে।’

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘তৈমূর আলম খন্দকার ও শমসের মবিন চৌধুরী এখন আর বিএনপির সদস্য নন। তারা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন। তারা আরেকটা দল করতেই পারেন।’

‘কোনো সরকার জনগণের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে টিকতে পারে না। এই সরকারও টিকতে পারবে না,’ বলেন বিএনপি মহাসচিব।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ।


আরো সংবাদ



premium cement
সারাদেশে আরো ২৯০ জনকে গ্রেফতার করেছে র‍্যাব গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের রাজপথে লাখো মানুষের বিক্ষোভ সেতু ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজুসহ গ্রেফতার ১৭ ঢাকায় গুলিবিদ্ধ শিবলুর লাশ ফেনীতে দাফন দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই এমন সহিংসতা : প্রধানমন্ত্রী মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর বক্তব্যের জবাবে যা বললেন ইরানের প্রেসিডেন্ট রেমিট্যান্স ও প্রবাসীদের দেশে ফেরা নিয়ে অপপ্রচার হচ্ছে : পলক অস্ত্রবিরতির জন্য হ্যারিসের আহ্বান, সমালোচনায় ইসরাইলি কট্টরপন্থিরা আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী

সকল