২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আল্লামা জিহাদীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

- ছবি : সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী সোমবার দুপুর ১২টায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে গভীর শোক জানিয়ে বার্তা পাঠানো হয়েছে।

শ্রমিক কল্যাণ ফেডারেশন

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব প্রখ্যাত আলেমে দ্বীন শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম জিহাদীর (৭৩) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।

রোববার এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আল্লামা নূরুল ইসলাম জিহাদী দেশের সর্বজন শ্রদ্ধেয় ও প্রবীণ আলেমে দ্বীন ছিলেন। তার ইন্তিকালে জাতি একজন ন্যায়-নীতির ধারক বাহক ও নিষ্ঠাবান আলেমকে হারালো। তার এই শূন্যতা অপূরণীয়। আমরা তার ইন্তেকালে গভীরভাবে শোকাহত।

শোকবার্তায় তারা আরো বলেন, আল্লামা নূরুল ইসলাম জিহাদী আমৃত্যু ইসলামের বহুমুখী খেদমতে নিয়োজিত ছিলেন। তিনি দীর্ঘদিন হাদীসের সর্বোচ্চ কিতাব বুখারী শরীফ পাঠদান করে গেছেন। তিনি অসংখ্য মুহাদ্দীসের শিক্ষক ছিলেন। শিক্ষাদানের পাশাপাশি আল্লামা নূরুল ইসলাম জিহাদী মুসলিম উম্মাহর ঈমান-আকীদা রক্ষার আন্দোলনে নিয়োজিত ছিলেন। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইসলাম বিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বদা প্রতিবাদমুখর ছিলেন। দেশ ও ইসলামের ওপর আসা যেকোনো আঘাত সাহসের সাথে মোকাবিলা করেছেন। বাতিলের সাথে কখনো আপোষ করেননি। দেশ, জাতি ও ইসলামের পক্ষে প্রতিটি আন্দোলন সংগ্রামে আল্লামা নূরুল ইসলাম জিহাদীর বলিষ্ঠ ও সাহসী নেতৃত্ব জাতি আজীবন স্মরণ করবে। আন্দোলন সংগ্রামে তার ত্যাগ-তিতিক্ষা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।

নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে মরহুম নূরুল ইসলাম জিহাদীর দ্বীনি খেদমত কবুল করে তাকে জান্নাতে মর্যাদাপূর্ণ স্থান দানের জন্য দোয়া করেন। তার স্বজনদের ধৈর্য ধরার শক্তি দান করার জন্য দোয়া করেন। প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
দেশের শীর্ষ ইসলামী চিন্তাবিদ, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক, লাখ লাখ আলেমের উস্তাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম জিহাদী রাহিমাহুল্লাহর ইন্তেকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম বলেন, সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা নুরুল ইসলাম জিহাদী রহিমাহুল্লাহর ইন্তেকালে জাতি আরো একজন মহান অভিভাবককে হারালো। তিনি নিজে যেমন দ্বীনি জ্ঞানের সাগর ছিলেন, তেমনি বাংলার জমিনে লাখ লাখ আলেম তৈরিতে ভূমিকা রেখেছেন। একই সাথে তিনি ছিলেন দল-মত নির্বিশেষে সবার কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব।

বিবৃতিতে তারা বলেন, তিনি দেশে ইসলাম ও ইসলামী আন্দোলনের প্রসার, আলেম সমাজকে ঐক্যবদ্ধকরণ ও ইসলামবিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখেছেন।

মরহুম আল্লামা জিহাদী চট্টগ্রামে বাবুনগর ও ঢাকার আশরাফুল উলুম বড় কাটারা মাদরাসায় অধ্যাপনা করেন। তিনি দারুল উলুম হাটহাজারীর মজলিসে শূরা এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শূরা ও আমেলার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইসলাম, দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় তিনি ছিলেন আজীবন আপোষহীন। ১৯৭৮ সালে ইসলাম বিদ্বেষীদের প্রতিরোধের উদ্দেশ্যে তিনি ‘ইসলামী আন্দোলন পরিষদ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। কাদিয়ানী বিরোধী আন্দোলন ও খতমে নবুয়াত আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত ‘আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়াত বাংলাদেশ’-এর মহাসচিবের দায়িত্ব পালন করেন।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার কণ্ঠস্বর ছিলো অত্যন্ত বলিষ্ঠ। জাতির ক্রান্তিকালে তার মত প্রবীণ আলেমে দ্বীনের ইন্তেকাল হলো। ইসলাম, দেশ ও জনগণের জন্য তার গৌরবোজ্জ্বল ভূমিকা আলেম সমাজ ও জাতি চিরকাল মনে রাখবে ইনশাআল্লাহ।

ছাত্রশিবিরের নেতৃদ্বয় আরো বলেন, আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের প্রিয় এ আলেমে দ্বীনকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব

সকল