০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


রাজধানীতে ১১ শ’ পরিবারকে খাদ্য সহয়তা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র

- ছবি নয়া দিগন্ত

‘রিকশা ও ভ্যানচালক, ফেরিওয়ালা, ফুটপাতের ছোট দোকানদারের জন্য বিশেষ গণস্বাস্থ্য বীমা ও খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ১১ শ’ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উক্ত স্বাস্থ্য বীমা কর্মসূচি পালন ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। রাজধানীর শেরে বাংলা নগর, তেজগাঁও থানার পাশে, তেজগাঁও শিল্পাঞ্চল, নাখালপাড়া, নাবিস্কোর পাশে ও করাইল বস্তিতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে ডা: জাফরুল্লাহ চৌধুরী রিকসাচালক, ভ্যানচালক, ফেরিওয়ালা ও ফুটপাতের দোকানদারদের ছেলেমেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার ব্যবস্থা করার প্রত্যয় ব্যক্ত করেন।

গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চলনায় এ সময় উপস্থিত থেকে সার্বিকভাবে কাজ করেন ‘খুশির ঠিকানা’ সংগঠনের উপদেষ্টা নাট্য পরিচালক শেখ রুনা, সাবেক কাউন্সিলর রোকেয়া সুলতানা তামান্না, প্রতিষ্ঠাতা নাঈম আহসান সহন, শাহাজালাল সিয়াম, নাইম তালুকদার, সাথে ছিলেন দিপ্ত, ফারদিন কামাল, নাফী, সামিত, ইল্লিন, তৌফিক,ফারহান, ইয়াসিন গণস্বাস্থ্য কেন্দ্রের বাতেন সরকার প্রমুখ।


আরো সংবাদ



premium cement