১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


একাত্তরের পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়েছে : তোফায়েল

তোফায়েল আহমেদ - ছবি : সংগৃহীত

একাত্তরে পরাজিত শক্তি আবারো মাথাচাড়া দিয়েছে। বললেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

এ সময় তিনি বলেন, ‘ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। শেখ হাসিনা যখন দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে চলেছে, ওই সময় একাত্তরের পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়েছে ভাস্কর্যকে সামনে নিয়ে।’

বুধাবার বেলা ১২টার দিকে ভোলা বাংলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ একটি আলোচনা সভার আয়োজন করেন। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাবেক মন্ত্রী তোফায়েল বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে ভাস্কর্য আছে। এ ভাস্কর্যের ব্যাপার নিয়ে কোনো আপস নেই। যত দিন বাংলাদেশ থাকবে, বাংলার মানুষ থাকবে, তত দিন বঙ্গবন্ধু আমাদের হৃদয়ের মনি কোঠায় থাকবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই। এতে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।’

তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমরা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। বঙ্গবন্ধু বলেছিলেন, আমরা মুক্তিযুদ্ধে হিন্দু মুসলিম খ্রিষ্টান বৌদ্ধ্য এক হয়ে যুদ্ধ করেছি। এক সাথে স্লোগান দিয়েছি। বাংলার মানুষকে ঐক্যবদ্ধ্য করেছি। জয় বাংলা স্লোগান দিয়ে আমরা পাকিস্তানি সেনা বাহিনীকে মোকাবিলা করেছি।’

এ সময় ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।

এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতীকৃতি ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান নেতা-কর্মীরা।

এ দিকে ভোলায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে জেলায় মহান বিজয় দিবসের সূচনা হয়। বুধবার সূর্য উদয়ের সাথে সাথে যথাযোগ্য মর্যাদায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, কোস্টগার্ড, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ভোলা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে শহীদদের জন্য দোয়া মোনাজাত করেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
বন্ধুর বাড়ি থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার রাণীনগরে ১৪ কেজি ওজনের লক্ষ্মী-নারায়ণ মূর্তি উদ্ধার কিরগিজস্তানে থাকা আতঙ্কিত বাংলাদেশী শিক্ষার্থীরা দেশে ফিরতে চায় আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন করে দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে : মোবারক হোসাইন ওএমএস বিতরণে গাফলতি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : খাদ্যমন্ত্রী শিবপুরে পুকুর থেকে মহিলার লাশ উদ্ধার বন্দীদের মুক্ত করতে আলোচনায় বসুন : নেতানিয়াহুকে বন্দীদের পরিবার প্রাণঘাতী ব্যাকটিরিয়ার তালিকা প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্সাতে থাকার ব্যাপারে এখানো আত্মবিশ্বাসী জাভি বান্দরবানে কেএনএফের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, নিহত ৩ দেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করুন : প্রধানমন্ত্রী

সকল