২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

হাটহাজারী মাদরাসা নিয়ে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ দেশবাসী মানবে না : শীর্ষ উলামা-মাশায়েখ

হাটহাজারী মাদরাসা নিয়ে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ দেশবাসী মানবে না : শীর্ষ উলামা-মাশায়েখ - ছবি : সংগৃহীত

দেশের প্রাচীনতম বৃহৎ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান উম্মুল মাদারিস দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে দেশের শীর্ষ উলামা-মাশায়েখগণ উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা ফজলুল করীম কাসেমী স্বাক্ষরিত বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে কেন্দ্র করে হাটহাজারী মাদরাসায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিরসনের জন্য মাদরাসার শূরা কমিটিই সর্বময় ক্ষমতার অধিকারী। সুতরাং শূরার মাধ্যমেই সকল সমস্যার সমাধান করতে হবে। তবে, দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর প্রতি শ্রদ্ধা বজায় রেখে ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে।

উলামা-মাশায়েখরা বলেন, এক্ষেত্রে সরকার বা প্রশাসনের কোন ধরনের হস্তক্ষেপ দেশবাসী মেনে নিবে না।

উলামা-মাশায়েখগণ আরো বলেন- অত্যন্ত দুঃখজনক বিষয় যে, দেশের শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান এবং আল-হাইয়্যাতুল উলইয়ার আসন্ন কেন্দ্রীয় পরীক্ষার অন্যতম মারকাজ হাটহাজারী মাদরাসাকে একটি অগ্রহণযোগ্য খোঁড়া অজুহাত দেখিয়ে সরকার কর্তৃক বন্ধ ঘোষণা দেয়া মাদরাসার অভ্যন্তরে অনিয়মকে মদদ দেয়ার নামান্তর। সরকার প্রদত্ত স্বীকৃতির প্রজ্ঞাপনে উল্লেখিত দারুল উলূম দেওবন্দের অষ্ট মূলনীতির সম্পূর্ণ পরিপন্থী। আমরা অনতিবিলম্বে সরকারকে এই ভুল সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি।

উলামা-মাশায়েখরা আরো বলেন, আমরা পরিষ্কার বলে দিতে চাই, একটি কওমি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অনিয়মকে জিইয়ে রাখতে সরকারের এ ঘৃণ্য পদক্ষেপ সারা দেশের কওমি অঙ্গনকে উত্তপ্ত ও ক্ষুব্ধ করে তুলবে।

বিবৃতিতে স্বাক্ষর করেন- আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, আল্লামা নূরুল ইসলাম জেহাদী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা আব্দুল আউয়াল (নারায়ণগঞ্জ), মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা হেলাল উদ্দিন (ফরিদপুর), মুফতি কামরুজ্জামান (ফরিদপুর), মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দী, হাফেজ মাওলানা নাজমুল হাসান, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা হাসান জামিল, মাওলানা আবুল কালাম, মাওলানা শওকত হোসেন সরকার (নরসিংদী), মাওলানা মাসউদুল করীম (গাজীপুর), মাওলানা লেহাজ উদ্দিন (গাজীপুর), মাওলানা সাঈদ নূর (মানিকগঞ্জ), মাওলানা লোকমান মাজহারী, মাওলানা হামিদ জহিরী, মুফতি আব্দুর রহিম (নরসিংদী), মাওলানা নূর মুহাম্মদ কাসেমী, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আব্দুল্লাহ (সাভার), মাওলানা বশির আহমদ (মুন্সীগঞ্জ), হাফেজ মাওলানা আলী আকবর, মাওলানা ইয়াকুব ওসমানী (বি-বাড়ীয়া), মাওলানা শামসুল ইসলাম জিলানী (কুমিল্লা), মাওলানা সাখাওয়াত হোসাইন (খুলনা), মাওলানা সানাউল্লাহ মাহমূদী (বরিশাল) প্রমুখ।


আরো সংবাদ



premium cement
মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব

সকল