১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাকায় ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকায় ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন - ছবি : সংগৃহীত

ঢাকায় ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুন) রাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক লাল ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে ঝালকাঠি সাংবাদিক সমিতির উপদেষ্টা কায়কোবাদ মিলন, ডেইলি মর্নিং সান পত্রিকার সম্পাদক এনায়েত হোসেন খান, সংগঠনের সাবেক সভাপতি রেজাউল করিম বাবুল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, বর্তমান যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমন, ঝালকাঠি সাংবাদিক সমিতি, ঢাকার সহ-সভাপতি মো: হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক শামিম হাওলাদার, কোষাধ্যক্ষ রমজান আলী, দফতর সম্পাদক ইউসুফ আলী বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজ সাদি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান মাহমুদ রিপন, কার্যনির্বাহী সদস্য জাহিদ হোসেন ও আসাদ আল মাহমুদ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা ঝালকাঠি জেলার ইতিহাস-ঐতিহ্য এবং সম্ভাবনাকে জাতির কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে নেতারা বলেন, আমাদের চার উপজেলায় অনেক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। পাশাপাশি ঝালকাঠির উন্নয়নে অবদান রখতে সবাই বদ্ধপরিকর।

সাংবাদিক নেতারা বলেন, আমরা আগামীতে যাতে ঝালকাঠির সকলের পাশে থাকতে পারি সেই চেষ্টা করবো। সর্বক্ষেত্রে ঝালকাঠির সকল সাংবাদিক ঐক্যবদ্ধ থেকে ঝালকাঠির উন্নয়নে অবদান রাখতে চাই।

সভা শেষে আয়োজিত নৈশভোজে বিভিন্ন সাংবাদিক সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা অংশ গ্রহণ করেন।


আরো সংবাদ



premium cement