১৬ জুন ২০২৪
`

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সম্মেলন শুক্রবার

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সম্মেলন শুক্রবার - সংগৃহীত

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দিপু মনি এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ কৃষি ব্যাংকের এজিএম আবু জাফর মোহাম্মদ মহিউদ্দিন।

সম্মেলনে সারাদেশ থেকে আগত কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে আগামী ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি।

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নেতা মোজাম্মেল হক লেলিন জানান, ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন রূপালী ব্যাংকের ফরিদ আহমেদ জুয়েল, সোনালী ব্যাংকের গাজী মিজানুর রহমান, রূপালী ব্যাংকের মোহাম্মদ শওকত হোসেন সজল এবং বেসিক ব্যাংকের শংকর তালুকদার। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জনতা ব্যাংকের মো: ইসমাইল হোসেন, কৃষি ব্যাংকের আশিকুল ইসলাম এবং জনতা ব্যাংকের মো: মনির।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement