সিরিয়ায় ১২ বছর পর ফ্লাইট চালু সৌদির
- আরব নিউজ
- ১২ জুলাই ২০২৪, ০০:০৫
এক যুগ বন্ধ রাখার পর ফের চালু হলো সৌদি আরব ও সিরিয়ার মধ্যে বাণিজ্যিক ফ্লাইট। বুধবার দেশ দু’টির মধ্যে ফের বাণিজ্যিক ফ্লাইট চালু হয়েছে। এ দিন দামেস্ক থেকে সিরিয়ান এয়ারলাইন্সের একটি বিমান ১০৭ জন যাত্রী নিয়ে রিয়াদের উদ্দেশে রওনা করে। আর এটি এখন থেকে নিয়মিত সৌদির রাজধানীতে যাত্রী পরিবহন করবে। সিরিয়ার রাষ্ট্রদূত আয়মান সুসান বলেছেন, দুই দেশ তাদের দুই রাজধানীর মধ্যে প্রতি সপ্তাহে একটি রাউন্ড-ট্রিপ ফ্লাইট পরিচালনা করতে সম্মত হয়েছে।
সিরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলেমান খলিল বলেন, চাহিদার ভিত্তিতে জেদ্দা ও দাম্মামের বিমানবন্দরগুলিকে কভার করার জন্য সরাসরি রুটটি সম্প্রসারিত করা যেতে পারে। ২০১২ সালে দেশটির গৃহযুদ্ধের শুরুতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর বাশার আল-আসাদের দমন-পীড়নের কারণে রিয়াদ দামেস্কের সাথে সম্পর্ক ছিন্ন করে। আর এতেই দুই দেশের মধ্যে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ হয়ে যায়।
বার্ষিক হজ যাত্রায় অংশ নেয়া যাত্রীদের জন্য অস্থায়ী ভিত্তিতে গত মে মাসে সিরিয়া ও সৌদি আরবের মধ্যে পরিষেবা আবার শুরু হয়। অবশেষে সৌদি আরব আসাদের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত করতে পেরেছে। সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার এক বছরেরও বেশি সময় পর গত মে মাসে সৌদি আরব দামেস্কে একজন নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা