ইউক্রেনকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষাব্যবস্থা দেবে ন্যাটো
- রয়টার্স
- ১১ জুলাই ২০২৪, ০০:০০
ইউক্রেনকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষাব্যবস্থা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। দেশটিকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যাটারি এবং প্যাট্রিয়টের উপাদানসহ পাঁচটি অতিরিক্ত বিমান প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করবে তারা। ন্যাটো সম্মেলনের সময় একটি যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন দেশগুলোর নেতারা। ন্যাটো সম্মেলনে এই সহায়তার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, রোমানিয়া, ইতালি, জার্মানি ও ইউক্রেনের নেতারা একটি যৌথ বিবৃতি জারি করেন।
আগামী মাসগুলোতে ইউক্রেনকে কয়েক ডজন কৌশলগত বিমান প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করতে চায় তারা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করেছিল রাশিয়া। রুশ বাহিনীকে মোকাবেলা করার জন্য ইউক্রেনেকে যুদ্ধের শুরু থেকেই সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। যৌথ বিবৃতিতে বলা হয়েছে,‘আমরা ইউক্রেনকে অতিরিক্ত কৌশলগত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিতে যাচ্ছি।
এর মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি ও রোমানিয়ার অতিরিক্ত প্যাট্রিয়ট ব্যাটারি; প্যাট্রিয়ট ব্যাটারিকে অপারেশনে সক্ষম করার জন্য নেদারল্যান্ডস ও অন্যান্য অংশীদারদের দেয়া প্যাট্রিয়ট উপাদান এবং ইতালির দেয়া একটি অতিরিক্ত এসএএমপি সিস্টেম রয়েছে।’ ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র। ২০২২ সাল থেকে দেশটিকে ৫০ বিলিয়ন ডলারেরও বেশি সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। তবে গত শীতে টানা কয়েক মাস মার্কিন সামরিক সহায়তার একটি প্রস্তাব কংগ্রেসে আটকে ছিল। তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, অস্ত্রের ঘাটতি যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে এগিয়ে দিচ্ছে।
সঙ্ঘাতের শুরু থেকে যুদ্ধের সম্মুখভাগে তেমন কোনো অগ্রগতি করতে পারেনি রাশিয়া। তবে সাম্প্রতিক মাসগুলোতে পূর্ব ইউক্রেনে কিছুটা অগ্রগতি করেছে মস্কো। পশ্চিমা সরকারগুলোকে কিয়েভে সামরিক সহায়তার পরিমাণ এবং সেগুলো সরবরাহের গতি বাড়ানোর আহ্বান জানান জেলেনস্কি। ইউক্রেনকে ৬১ বিলিয়ন ডলারের তহবিল দেয়ার জন্য এপ্রিলে মার্কিন আইন অনুমোদিত হয়েছিল। গত সপ্তাহে জেলেনস্কি বলেছিলেন, গ্রীষ্মে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ক্ষমতা দ্বিগুণ করতে চান তিনি।
ইউক্রেনীয় শহর এবং জ্বালানি অবকাঠামোতে রুশ হামলা প্রতিহত করতে দেশটিকে আরো বিমান প্রতিরক্ষাব্যবস্থা দিতে মিত্রদের বারবার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেন বলেছে, রাশিয়া সোমবার কিয়েভের প্রধান শিশু হাসপাতাল এবং ইউক্রেনের অন্যান্য শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। কয়েক মাস ধরে করা রুশ বিমান হামলার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হামলা ছিল এটি। এই হামলায় অন্তত ৪১ বেসামরিক নিহত হয়েছেন। বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে মস্কো।
জোরালো বক্তব্য বাইডেনের
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনে জোরাল বক্তব্য রেখে মিত্র দেশগুলোর নেতাদের স্বাগত জানিয়েছেন দেশটির বর্ষীয়ান প্রেসিডেন্ট জো বাইডেন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন, এ বিষয়ে তিনি বিদেশী মিত্র ও দেশে তার সমর্থকদের আশ্বাস্ত করার চেষ্টা করতে এমন বক্তব্য দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার সম্মেলনের উদ্বোধনী সংক্ষিপ্ত বক্তব্যে বাইডেন দৃঢ় মনোভাব প্রকাশ করেছেন। রাশিয়া ও ইউক্রেইনের যুদ্ধ নিয়ে ‘সঙ্কটজনক মুহূর্তে’ ন্যাটো সামরিক জোট ‘আগের যেকোনো সময়ের চেয়ে আরো শক্তিশালী হয়েছে’ বলে দাবি করেছেন তিনি। ‘স্বৈরাচারীরা’ বৈশ্বিক ভারসাম্য উল্টে দিতে পারে বলে সতর্ক করেছেন আর ইউক্রেইনের জন্য আরো সামরিক সহায়তায় ঘোষণা দিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ও জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও রোমানিয়ার নেতারা ইউক্রেনের বিপর্যন্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সংহত করতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি ও অন্যান্য পদ্ধতি দান করছে বলে জানান তিনি। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে টেলিপ্রম্পটার থেকে পড়ে করা মন্তব্যে বাইডেন বলেন, “ইউক্রেন একটি মুক্ত ও স্বাধীন দেশ থাকা অবস্থায়ই যুদ্ধ শেষ হবে। রাশিয়া জয়ী হবে না, হবে ইউক্রেন।”
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা