ক্ষতিপূরণ চেয়ে কানাডা সরকারের বিরুদ্ধে অভিবাসীদের মামলা
- এএফপি
- ১১ জুলাই ২০২৪, ০০:০০
শেকল দিয়ে বেঁধে রাখা, নগ্ন করে তল্লাশি চালানো এবং দিনের পর দিন কারাগারে বন্দী করে রাখার অভিযোগে কানাডার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন ৮ হাজার ৩৬০ জন অভিবাসী। মঙ্গলবার দেশটির অন্টারিও প্রদেশের উচ্চ আদালতে মামলাটি করা হয়েছে। মামলায় কানাডার সরকারের কাছে ১০ কোটি কানাডিয়ান ডলার ক্ষতিপূরণ চেয়েছে বাদি পক্ষ। প্রধান আসামি করা হয়েছে কানাডার সীমান্তরক্ষী বাহিনী কানাডা বর্ডার সার্ভিস এজেন্সিকে (সিবিএসএ)।
মামলার অভিযোগে বলা হয়েছে, কানাডায় বসবাস সংক্রান্ত নথিপত্রে সমস্যা থাকার অভিযোগে গত ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কানাডার বিভিন্ন প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছিল এই অভিবাসীদের। তারপর তাদের বন্দী রাখা হয়েছিল সাধারণ কারাগারে, দাগী আসামিদের সাথে। সাধারণ কয়েদিদের মতো তাদের চলাচলের ওপরও কঠোর বিধিনিষেধ জারি ছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা