সুদান-ইথিওপিয়া সম্পর্ক জোরদারে ঐকমত্য
- আলজাজিরা
- ১১ জুলাই ২০২৪, ০০:০০
সুদান-ইথিওপিয়া সম্পর্ক জোরদারে একমত হয়েছেন দু’দেশের নেতৃবৃন্দ। গত মঙ্গলবার সুদান প্রশাসন কমিটির চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল ফাত্তাহ আল-বুরহান, দেশের পূর্বাঞ্চলের সুদান বন্দরে, ইথিওপিয়ার সফররত প্রধানমন্ত্রী আবি আহমদ আলির সাথে এক বৈঠকে এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছান।
সুদান প্রশাসন কমিটি এক বিবৃতিতে বলেছে, বৈঠকে সুদানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আবি আহমদ আলিকে অবহিত করেন বুরহান এবং ইথিওপিয়ার সাথে বিভিন্ন খাতের সহযোগিতা সুসংবদ্ধ করে দু’দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আবি আহমদ আলি বলেন, সুদানে সংঘাতের অবসান ঘটবে এবং দেশটির সাথে ইথিওপিয়ার সম্পর্ক আরো সুসংবদ্ধ হবে। তিনি জোর দিয়ে বলেন, শান্তি হবে উন্নয়নের ভিত্তি। বিদেশী হস্তক্ষেপের মাধ্যমে নয়, বরং নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা