প্রধানমন্ত্রীকে পদত্যাগ না করার আহ্বান ম্যাক্রোঁর
- রয়টার্স
- ১০ জুলাই ২০২৪, ০০:০৫
ফ্রান্সে দ্বিতীয় দফার নির্বাচনে বামপন্থি জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) জয়ী হলেও তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। ফলে দেশটির নতুন সরকার গঠন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এনএফপিকে এখন হয় কমসংখ্যক আসন নিয়ে সংখ্যালঘু সরকার গঠন করতে হবে নয়তো অন্য দলের সাথে জোট হয়ে ক্ষমতায় যেতে হবে। তবে সংখ্যালঘু সরকার গঠন করা হলে ঝুলন্ত পার্লামেন্ট হবে। ফলে তারা কোনো আইন পাস করতে চাইলে অন্যদের ওপর নির্ভর করতে হবে।
এমন পরিস্থিতিতে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে আপাতত নিজ পদেই দায়িত্ব পালনের জন্য দেশটির প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটালকে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার পদত্যাগপত্র নিয়ে ম্যাক্রোঁর কাছে যান গ্যাব্রিয়েল। তাকে প্রধানমন্ত্রীর পদেই আপাতত দায়িত্ব পালনের আহ্বান জানান। ফ্রান্সের পার্লামেন্টের আসন সংখ্যা ৫৭৭টি। দ্বিতীয় দফার নির্বাচনে এনএফপি পেয়েছে ১৮২টি আসন, ম্যাক্রোঁর মধ্যপন্থী জোট ১৬৮টি এবং উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালি (আরএন) পেয়েছে ১৪৩টি আসন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা