হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরাইলি সেনা আহত
- টাইমস অব ইসরাইল
- ০৭ জুলাই ২০২৪, ০০:০৫
এবার কিরিয়াত শামোনা এলাকায় অবস্থিত ইসরাইলি সামরিক বাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে বড় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলা দুই ইসরাইলি সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ জানিয়েছে, ফালাক রকেটে ভারী বিস্ফোরক বোঝাই (ওয়ারহেড) করে এই হামলা চালানো হয়। এ সময় ইসরাইলি বাহিনীর ৭৬৯ ব্রিগেডের প্রধান কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়।
একই দিনে গোলান মালভূমিতে অবস্থিত ইসরাইলের কিলা বিমানঘাঁটি লক্ষ্য করেও ১০০ কাতিউশা রকেট ছোড়ার কথা জানায় হিজহবুল্লাহ। এ সময় ইসরাইলি বাহিনীর ২১০তম ডিভিশনকেও হামলার লক্ষ্যবস্তু বানায় হিজবুল্লাহ। হিজবুল্লাহ আরো জানিয়েছে, লেবানন সীমান্ত ঘেঁষা এলাকার ইসরাইলি সেনাদের জারিত ব্যারাকেও বুরকান রকেট ব্যবহার বড় হামলা চালানো হয়েছে।
হিজবুল্লাহর দাবি, দক্ষিণ লেবাননে চালানো ইসরাইলি হামলার প্রতিবাদেই এই অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীও তাদের দুই সেনা আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এই হামলার পাল্টা ব্যবস্থা হিসাবে হিজবুল্লাহ অধ্যুষিত দক্ষিণ লেবাননের মারওয়াহিন শহর ও হাওলা গ্রামে বিমান হামলা চালিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা