হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত
- এনডিটিভি
- ০৬ জুলাই ২০২৪, ০০:০০
লেবাননের শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইলের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি ইসরাইলি সামরিক বাহিনীর একটি ইউনিটের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন। তিনি গাজায় ইসরাইলি আগ্রাসনেও অংশ নিয়েছিলেন। সম্প্রতি তাকে লেবানন সীমান্তে পাঠানো হয়। সেখানেই হিজবুল্লাহর রকেট হামলায় প্রাণ হারান তিনি।
বৃহস্পতিবার হিজবুল্লাহর রকেট হামলায় একজন ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলে ইসরাইলি সেনাবাহিনী এক প্রেস বিবৃতিতে জানিয়েছে। সিনহুয়া নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর হামলায় নিহত ওই কর্মকর্তার নাম ইতাই গালিয়া।
৩৮ বছর বয়সী এই কর্মকর্তা ইসরাইলি সেনাবাহিনীর ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন। ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর ব্যাপক হামলার সময় ইসরাইল-অধিভুক্ত গোলান মালভূমিতে একটি রকেট আঘাত হানলে তিনি নিহত হন। সিনিয়র সামরিক নেতা মোহাম্মদ নামেহ নাসেরের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ উত্তর ইসরাইলে প্রায় ২০০টি রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।