১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তিউনিসিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৬ অক্টোবর

-

তিউনিসিয়ায় আগামী ৬ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ। গত সোমবার প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেন তিনি। তবে সাইদ তার বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষ দলের অনেককেই বর্তমানে কারাগারে বন্দী করে রেখেছেন। ফলে দ্বিতীয়বারের মতো আরো পাঁচ বছর মেয়াদে ক্ষমতায় থাকার জন্য তার পথ প্রায় পরিষ্কার। অবশ্য তিনি আবার নির্বাচনে অংশ নেবেন কি না তা-ও স্পষ্ট করেননি।
বিরোধী দল বলেছে, কারাবন্দী রাজনীতিবিদদের মুক্তি না দিলে এবং সাংবাদিকদের স্বাধীনতা দেয়া না হলে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না। ২০১৯ সালে কাইস সাইদ প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হযেছিলেন। এরপর ২০২১ সালে তিনি একচেটিয়াভাবে দেশের সার্বিক ক্ষমতা দখল করেন। আর ২০২২ সালে তিনি একটি নতুন সংবিধান রচনা করেন। সংবিধানটি গণভোটের মাধ্যমে অনুমোদিত হলেও, এটি প্রেসিডেন্ট পদ্ধতি প্রতিষ্ঠা এবং পার্লামেন্টকে দুর্বল করে দেয়।
এর পরিপ্রেক্ষিতে দেশটিতে রাজনৈতিক সঙ্কট দেখা দেয়। যার ভয়াবহ প্রভাব পড়ে দেশটির অর্থনীতিতে। তিউনিসিয়ায় বর্তমানে বেকারত্বের হার ১৫ শতাংশে দাঁড়িয়েছে। এ ছাড়াও দেশটির ১২ মিলিয়ন মানুষের মধ্যে প্রায় ৪ মিলিয়ন নাগরিকই দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। তিউনিসিয়ান সাংবাদিকদের ন্যাশনাল ইউনিয়নের মতে, ৬০ জনেরও বেশি সাংবাদিক, আইনজীবী এবং বিরোধী দলীয় নেতা কারাগারে বন্দী রয়েছেন।


আরো সংবাদ



premium cement