১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতে ধর্মীয় সভায় পদদলনে মৃত্যু বেড়ে ১২১

-

ভারতের উত্তর প্রদেশের হাথরস জেলায় ধর্মীয় অনুষ্ঠান শেষে হুড়োহুড়ির মধ্যে পদদলনের ঘটনায় মৃত্যু বেড়ে ১২১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে শতাধিক নারী ও সাতটি শিশু রয়েছে বলে খবর। কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে হাথরসের ফুলরাই গ্রামে ‘সৎসঙ্গ’ (প্রার্থনাসভা) নামে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর ডাক দিয়েছিলেন ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরি ওরফে বিশ্ব হরি, যার আসল নাম সুরজ পাল। সেই অনুষ্ঠানে সমবেত হয়েছিল কয়েক হাজার মানুষ।
মানুষের ভিড়ের তুলনায় অনুষ্ঠানস্থলটি ছোট ছিল। অনুষ্ঠানে অংশ নেয়া এক নারী বলেন, স্থানীয় এক গুরুর সম্মানে ওই প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল। লোকজন বিদায় নেয়ার সময়েই ঘটে পদপিষ্টের ঘটনা। কর্মকর্তারা জানান, ‘সৎসঙ্গ’ শেষ হওয়ার পর পুণ্যার্থীরা ওই স্বঘোষিত গুরুর পা ছুঁতে ভিড় করে, এতে অল্প জায়গায় বহু লোকের সমাগম ঘটে।


আরো সংবাদ



premium cement