যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় রাজি ভেনিজুয়েলা
- রয়টার্স
- ০৩ জুলাই ২০২৪, ০০:০৫
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা শুরু করার নতুন একটি প্রস্তাবে সম্মতি দিয়েছেন তিনি। টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে মাদুরো বলেন, ‘প্রস্তাবটি নিয়ে আমি ভেবেছি। রাজিও হয়েছি। আজ বুধবার থেকে নতুন করে যুক্তরাষ্ট্র সরকারের সাথে আলোচনা শুরু হবে। কাতারে সই হওয়া চুক্তির আওতায় আলোচনা শুরু হবে।’ কাতারের মধ্যস্থতায় কয়েক মাসের দীর্ঘ আলোচনার পর ২০২৩ সালের শেষের দিকে এসে ওয়াশিংটন ও কারাকাস বন্দিবিনিময় চুক্তি সই করে।
নতুন করে আলোচনার বিষয়ে মাদুরো জানান, ভেনেজুয়েলার সরকারি আলোচক ও জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ আলোচনায় অংশ নিতে যাবেন। তবে কী বিষয়ে আলোচনা হবে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। বছর দুয়েক আগে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছিল। তবে গত এপ্রিলে ওয়াশিংটন ভেনেজুয়েলার জ্বালানি তেলের ওপর আবারো নিষেধাজ্ঞা দিলে মাদুরো সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কাতার চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তোলে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা