৩ দিনের রিমান্ডে কেজরিওয়াল
- এনডিটিভি
- ২৮ জুন ২০২৪, ০০:০৫
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তিন দিনের রিমান্ড দিয়েছে ভারতের আদালত। দেশটির তদন্তকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাউজ অ্যাভিনিউ আদালতের ভেতর থেকে তাকে গ্রেফতার করে সিবিআই। এর আগে রাউজ অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালকে জামিন দিলে দিল্লি হাইকোর্ট তা স্থগিতাদেশ দেয়। এরপর কেজরিওয়াল সুপ্রিম কোর্টের দারস্থ হন; কিন্তু উচ্চ আদালত কেজরিওয়ালের জামিন নামঞ্জুর করেন।
এতে বলা হয়েছে, মদ নীতির মামলায় ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। যেহেতু আদালতের আদেশের ভিত্তিতে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে, তাই সিবিআইয়ের এই গ্রেফতারকে আর বেআইনি বলা যাবে না বলে জানিয়েছে দিল্লির নিম্ন আদালত। তবে সিবিআইকে ‘অতিউৎসাহী’ না হতে সতর্ক করেছে আদালত।
এ দিকে হঠাৎ করে সিবিআইয়ের দৃশ্যপটে আসাকে ভালোভাবে দেখছে না কেজরির পরিবার। তার স্ত্রী এই পুরো বিষয়টিকে একটি স্পষ্ট চক্রান্ত বলে অভিযোগ করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা