১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
১৬ নোবেল জয়ী অর্থনীতিবিদের চিঠি

ট্রাম্প জিতলে উচ্চমূল্যস্ফীতির প্রাদুর্ভাবের আশঙ্কা

-

এবার ১৬ জন নোবেল জয়ী অর্থনীতিবিদের নেতিবাচক মন্তব্যের শিকার হলেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যদি যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে জয়ী হন তাহলে বিশ্বের অর্থনীতিতে উচ্চমূল্যস্ফীতির প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন ১৬ জন নোবেল বিজয়ী অর্থনীতিবিদদের একটি দল। মঙ্গলবার একটি খোলা চিঠিতে এমন সতর্কবার্তা দিয়েছেন তারা। এ ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে প্রেসিডেন্ট জো বাইডেন যে অর্থনৈতিক এজেন্ডা ঘোষণা করেছেন তা ট্রাম্পের এজেন্ডার চেয়ে অনেক ‘উঁচুমানের’ বলেও মন্তব্য করেছেন ওই অর্থনীতিবিদেরা। সংশ্লিষ্ট ওই অর্থনীতিবিদদের সবাই একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্রের এক্সিওস নামে ওয়েবসাইট এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, অর্থনীতিবিদরা বলছেন- ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনাগুলো মুদ্রাস্ফীতিকে পুনরুজ্জীবিত করবে। কেননা চীনা আমদানিতে কঠোর শুল্ক আরোপের যে প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প তাতে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বহুগুণে বেড়ে যাওয়ার স্পষ্ট আশঙ্কা রয়েছে এবং এতে এখানের ভোক্তাদের অর্থনৈতিক অস্থিতিশীলতা বাড়বে।
অর্থনীতিবিদরা আরো বলেছেন, যদিও আমাদের প্রত্যেকের নিজস্ব অর্থনৈতিক নীতির বিবরণ সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে, তবে এক্ষেত্রে আমরা একমত যে জো বাইডেন যেই অর্থনৈতিক প্রকল্পের কথা বলেছেন তা ট্রাম্পের প্রকল্পের চাইতে অনেক উঁচুমানের। ওই চিঠিতে অর্থনীতিবিদরা বলেন, আমরা বিশ্বাস করি ট্রাম্প যদি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। এ ছাড়া ট্রাম্পের অর্থনৈতিক নীতি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতেও একটি অস্থিতিশীল প্রভাব ফেলবে বলে সতর্ক করেছেন তারা।
২০০১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া জোসেফ স্টিগলিটজ এবং ২০১৫ সালে নোবেল পাওয়া স্যার অ্যাঙ্গাস ডিটনসহ অর্থনীতিতে নোবেল পাওয়া বিশিষ্ট ১৬ অর্থনীতিবিদ ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভোটাররা ঠিক করবেন পরবর্তী মেয়াদের জন্য কে হচ্ছেন দেশটির প্রেসিডেন্ট। এ ক্ষেত্রে বাইডেন এবং ট্রাম্প দু’জনেই আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বলে অনেকটা নিশ্চিত। মূলত ভোটারদের ওপরেই নির্ভর করছে আসন্ন নির্বাচনে কে নির্বাচিত হচ্ছেন।


আরো সংবাদ



premium cement
রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা আ’লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ গুম কমিশনের প্রতিবেদনে ভয়াবহ নির্যাতনের চিত্র বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : সোনাগাজীতে আ’লীগ নেতা গ্রেফতার দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন

সকল