১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সিবিআইর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ

আদালত চত্বর থেকে ফের গ্রেফতার কেজরিওয়াল

-

ভারতের দিল্লি অঞ্চলের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে মদ নীতি কেলেঙ্কারি মামলায় রাজধানীর রাউজ অ্যাভিনিউয়ের আদালতের চত্বর থেকে গ্রেফতার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। গতকাল বুধবার কেজরিওয়াকে গ্রেফতারের পর আদালতের একটি কক্ষে তাকে গ্রেফতারের কারণ সম্পর্কে অবহিত করা হচ্ছিল। এর আগে সিবিআই আদালতের কাছ থেকে কেজরিওয়ালকে জেরা করা অনুমতি পায়। দিল্লি সরকারের মদ নীতি কেলেঙ্কারি মামলায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মার্চে দিল্লির মুখমন্ত্রীকে গ্রেফতার করেছিল। তার পর থেকে কারাগারে আছেন তিনি।
গত বৃহস্পতিবার দিল্লির রাউজ অ্যাভিনিউয়ের জেলা আদালত কেজরিওয়ালকে জামিন দিয়েছিল। শনিবার তিহার কারাগার থেকে তার মুক্তির কয়েক ঘণ্টা আগে ইডি তার জামিন আটকাতে হাইকোর্টের দারস্থ হয়। তাদের যুক্তি শুনে দিল্লি হাইকোট এক মৌখিক আদেশে কেজরিওয়ালের জামিন স্থগিত করে। সোমবার হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে কেজরিওয়াল সুপ্রিম কোর্টে আপিল করেন। যার শুনানি হওয়ার কথা ছিল বুধবার। ইতোমধ্যে মঙ্গলবার হাইকোর্ট কেজরিওয়ালের জামিন বাতিল করে লিখিত আদেশ জারি করে।
বুধবার উচ্চ আদালতে শুনানির আগেই আদালত চত্বর থেকে কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। এই ঘটনার পর কেজরিওয়াল সুপ্রিম কোর্ট থেকে জামিনের আবেদন প্রত্যাহার করার আবেদন জানান। সুপ্রিম কোর্ট আগের আবেদন প্রত্যাহার করে তাকে নতুন করে আবেদন করার অনুমতি দেয়। কেজরিওয়ালের আইনজীবীরা জানিয়েছেন, জেলা আদালতের জামিনের আদেশ বহাল রেখে হাইকোর্টের আদেশ বাতিল করার জন্য আরো জোরাল আপিল করার ইচ্ছা থেকে এই আবেদন প্রত্যাহার করা হয়েছে। আম আদমি পার্টির (এপিপি) প্রধানকে সিবিআই গ্রেফতার করায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন তার আইনজীবীরা। সিবিআই ‘অত্যন্ত পক্ষপাতমূলকভাবে’ কেজরিওয়াকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন তারা।


আরো সংবাদ



premium cement