১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শিগগিরই নতুন চুক্তিতে আবদ্ধ হচ্ছে রাশিয়া-ইরান

-

রাশিয়া শিগগিরই ইরানের সাথে ব্যাপক সহযোগিতামূলক একটি নতুন চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো। ২৫ জুন মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএতে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন।
সাক্ষাৎকারে রুদেনকো বলেছেন, ‘আমরা আশা করি যে এ চুক্তিটি নিকট ভবিষ্যতে স্বাক্ষরিত হবে। চুক্তির বিষয়ে সব কিছুই ইতোমধ্যেই প্রায় শেষের কাছাকাছি পৌঁছেছে। এখন কেবল আনুষ্ঠানিক চুক্তির অপেক্ষায় আছি।’ জুন মাসের শুরুতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানের সাথে চুক্তির কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এ দিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এর এক খবরে বলা হয়েছে, ২০০১ সালে রাশিয়া ও ইরান একটি ২০ বছরের কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছিল। ২০২০ সালে এটি স্বয়ংক্রিয়ভাবে পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছিল। একই বছর উভয়পক্ষই একটি নতুন চুক্তিতে কাজ করতে সম্মত হয়েছিল।
ক্রেমলিনের ওয়েবসাইটে ২০০১ সালের চুক্তিটি প্রকাশিত হয়েছে। এতে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শিল্প ও প্রযুক্তি নির্মাণসহ নিরাপত্তা, জ্বালানি প্রকল্পে উভয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে।
তবে নতুন চুক্তিতে কী কী অন্তর্ভুক্ত থাকবে সে সম্পর্কে খুব কমই প্রকাশ করা হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইউক্রেনে হামলা করে রাশিয়া। ফলে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এরপর থেকে ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে। দেশ দু’টির মধ্যে বিনিয়োগ, সামরিক ও জ্বালানি সম্পর্ক দৃঢ় হয়েছে।


আরো সংবাদ



premium cement